আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেনের তৎপরতায় ৬ মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে বিভিন্ন অপরাধে ২০০ জনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
৫ই আগস্ট ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩-০৯-২০২৪ ইং তারিখে ওসি এনায়েত হোসেন আড়াইহাজার থানায় যোগদান করেন। যোগদানের পর থেকেই দৃঢ় মনোবল, অদম্য সাহস ও নিজের মেধা খাটিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে রাতদিন কাজ করেছেন। আর সেই কাজের সুফল পেতে শুরু করেছেন আড়াইহাজারের জনগণ। যোগদানের পর থেকেই তিনি চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক নিয়ন্ত্রণ, লুন্ঠিত অস্ত্র উদ্ধার এবং ধর্ষণ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
গত ৬ মাসে আড়াইহাজারের কুখ্যাত ডাকাত রনি ভুইয়া, আবুল কাশেম, মোঃ ডালিম, আখতার হোসেন, তাইজুল ইসলাম হানিফা ওরফে বুলেট হানিফ, মোঃ রনি, ইয়াকুব এবং মোঃ লিটন সহ মোট ৩১ জন ডাকাতকে গ্রেফতার করা হয়। দস্যুতা মামলায় মোঃ কবির হোসেন, রাব্বি, সাইফুল ইসলাম ও চঞ্চলসহ ৯ জন এবং অপহরণ মামলায় ১ জন, অস্ত্র মামলায় আবুল কাশেম নামে ১ জন এবং খুনের মামলায় সবুজ সুমন, সুমন, আলাউদ্দিনসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। সাজাপ্রাপ্ত আসামি মোসাম্মদ গোলেনূর আক্তার, হাসিম, মোহাম্মদ মহসিন মিয়া, রুবেল, মোহাম্মদ সুফিয়ানসহ মোট ১৩ জন, নারী ও শিশু নির্যাতন দমন মামলায় ৬ জন। অন্যান্য মামলায় ২০ জন এবং পর্নোগ্রাফি মামলায় ২ জন গ্রেফতার হয়।
এছাড়াও চুরির মামলায় ৭ জন, মাদক মামলায় ২২ জনকে গ্রেফতার করা হয়। রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ সমর্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, কালাপাহাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম ফাইজুল হক ডালিম, আড়াইহাজার পৌরসভার সাবেক ৫ জন কাউন্সিলর-জাহাঙ্গীর হোসেন, মমিনুল ইসলাম শুভ, হাতেম আলী, অহিদুল্লাহ ও নজরুল ইসলামসহ মোট ৭০ জনকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করেছেন।
ওসি এনায়েত হোসেনের কার্যক্রমে স্বস্তিতে নিশ্বাস নিতে পারছেন আড়াইহাজার বাসী।