ঢাকা
২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:৪০
logo
প্রকাশিত : মার্চ ১০, ২০২৫

৫২ বছরেও বিচার পায়নি গোপালগঞ্জের ৪ মুক্তিযোদ্ধার পরিবার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: ১০ মার্চ গোপালগঞ্জের চার বীর মুক্তিযোদ্ধা হত্যা দিবস। এদিন জেলার কোটালীপাড়ার টুপুরিয়ায় কমিউনিস্ট নেতা ও মুক্তিযোদ্ধা কমরেড ওয়ালিউর রহমান লেবু, ন্যাপ নেতা কমলেশ বেদজ্ঞ, ছাত্র ইউনিয়নের বিষ্ণুপদ কর্মকার ও রামপ্রসাদ চক্রবর্তী মানিকের ৫২তম মৃত্যুবার্ষিকী। দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার (১০ মার্চ) নিহতদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও বিচারের দাবিতে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গোপালগঞ্জ জেলা কমিটি।

পার্টির জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মহম্মদ আবু হোসেনের নেতৃত্বে এদিন সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামে কমরেড ওয়ালিউর রহমান লেবুর সমাধিতে ও বেলা ১১টায় মানিকদাহ পৌর শ্মশানে বাকি তিন নেতার সমাধি সৌধে পুষ্পার্ঘ অর্পন করা হয়। পরে দুপুর ১২টায় জেলা প্রশাসকের হাতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন নেতৃবৃন্দ। এসময় খুলনা জেলা কমিউনিস্ট কমিটির সভাপতি ডাঃ মনোজ দাস, সদস্য সুতপা বেদজ্ঞ, গোপালগঞ্জ জেলা কমিটির সদস্য মোঃ নাজমুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচনে ন্যাপ (মোজাফফর) মনোনীত সিপিবি ছাত্র ইউনিয়ন সমর্থিত গোপালগঞ্জের কোটালীপাড়া আসনের প্রার্থী কমরেড কমলেশ বেদজ্ঞ, কমিউনিস্ট নেতা কমরেড ওয়ালিউর রহমান লেবু, ছাত্র ইউনিয়ন নেতা গোপালগঞ্জের সহ-সভাপতি বিষ্ণুপদ কর্মকার, ছাত্র ইউনিয়নের কোটালীপাড়া থানা কমিটির তৎকালীন প্রচার সম্পাদক রামপ্রসাদ চক্রবর্তী মানিক।

নির্বাচন শেষে কোটালীপাড়া হতে ১০ মার্চ সকালে পায়ে হেঁটে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে টুপুরিয়া নামক স্থানে পৌঁছালে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী হেমায়েত উদ্দিনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী এই চার নেতার ওপর হামলা চালিয়ে নিষ্ঠুরভাবে পিটিয়ে কুপিয়ে হত্যা করে। এই হত্যাকান্ডের পর ১০ মার্চ রাষ্ট্র বনাম হেমায়েত উদ্দিন গং নামে একটি মামলা নথিবদ্ধ হয়। মামলা নম্বর-৫(৩)/১৯৭৩, জিআর নম্বর-৯৬/৭৩, স্পেশাল ট্রাইবুনাল নম্বর-১/৮৬ ধারা-ইউ/এস-৩০২/৩৬৪/৩২৫/১০৯/১১৪/১৪৮ বি.পি.সি, আইও- মি. এন রহমান, সহকারী পুলিশ সুপার, গোপালগঞ্জ। মামলার বর্তমান বাদী কমলেশ বেদজ্ঞ এর মেয়ে সুতপা বেদজ্ঞ।

এই হত্যা মামলাটি ৫২ বছর ধরে আসামীদের অপকৌশলে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে নিম্ন ও উচ্চ আদালতে বার বার স্থগিতাদেশের মাধ্যমে বিচার কাজ বাধাগ্রস্থ করা হয়েছে।
২০২২ সালে সর্বশেষ সুপ্রিম কোর্ট আসামীদের মামলা স্থগিত আবেদন খারিজ করে দেন। ২০২৩ সালের ১২ জুলাই মামলার নথিপত্র গোপালগঞ্জ স্পেশাল ট্রাইবুনাল আদালতে পাঠানো হলেও এখনো সে আদেশ আদালতে পৌঁছেনি। সকল তথ্য প্রমাণ থাকার পরেও তথ্যপ্রমাণের অভাবের অযুহাতে এবং আসামীরা ৫২ বছর ধরে সকল সরকারের আমলে রাজনৈতিক প্রভাবে এই মামলার বিচারকার্য শেষ করতে বাধা দিয়ে এই হত্যাকান্ডের বিচার হতে দেয়নি।

অধ্যক্ষ মহম্মদ আবু হোসেনের স্বাক্ষরিত স্মারকলিপিতে আরো বলা হয়েছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্য বিলোপের এক নতুন বাংলাদেশ বিচারহীনতার এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি এবং নতুন এই প্রেক্ষাপটে আমাদের রাজনৈতিক সহযোদ্ধা, চারজন বীর মুক্তিযোদ্ধার নৃশংস হত্যার বিচার শেষ করতে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবী জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram