অতুল পাল, বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল ও দশমিনায় যৌথবাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সকলে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। গতকাল সোমবার (১০ফেব্রুয়ারি) রাতে উপজেলাদ্বয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ মঙ্গলবার দুপুরে তাদের পটুয়াখালী আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার দাশপাড়া ইউনিয়নের দাশপাড়া গ্রামের মনজু দালাল ওরফে মনজু ভান্ডারীর ছেলে আওয়ামী লীগের কর্মী মো. আবু তাহের (২৭), বাউফল সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন খান (৩৫) ও দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর গ্রামের আবু জাফর তালুকদার (২৯)। এদের মধ্যে আবু তাহের মাদকসহ একাধিক মামলার আসামি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ২০১৩ সালের ২৫ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় ঘোষিত অবরোধ কর্মসূচিতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫জন নেতাকর্মীকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। এনিয়ে গত দুইদিনের ভেডিল হান্ট অভিযানে ৮জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।