তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাসে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশীদ, প্রানী সম্পদ কর্মকর্তা শাকিল আহামেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, একাডেমি সুপারভাইজার সারজিনা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনির হোসেন কাউছার ও পরিসংখ্যান কর্মকর্তা শারমিন আক্তার প্রমূখ। এছাড়া স্থানীয় কৃষক, সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মেলায় অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও চাহিদা সম্পর্কে অবহিত হন।
মেলায় ১০টি স্টল অংশ নিয়েছে। এতে আধুনিক কৃষি প্রযুক্তি, পারিবারিক পুষ্টি বাগান, ভার্মি কম্পোস্ট উৎপাদন, ধানের উন্নত জাত, কৃষি যন্ত্রপাতি এবং কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। এছাড়াও মেলায় বিভিন্ন ফুল, ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রয়েছে। তিন দিনব্যাপী এ মেলা আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।