তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাসে লাইসেন্স না থাকায় দুইটি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
শনিবার (৮ ফেব্রুয়ার) বিকেলে উপজেলা ভিটিকান্দি ইউনিয়নে লাইসেন্স বিহীন অবৈধ এসব ইটভাটায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিনের ভ্রাম্যমাণ আদালত।
কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া ইটভাটা গুলো হলো উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের জগতপুর এলাকার মেসার্স এম.এস.বি ব্রিকস ও দড়িকান্দি একাকার মেসার্স এম.এম.আর ব্রিকস। এসময় মেসার্স এম.এস.বি ব্রিকসকে ১ লাখ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনা অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী এম এস বি ব্রিকস-কে ১ লক্ষ টাকা অর্থদণ্ড ও সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এবং মেসার্স এম এম আর ব্রিকস এর লাইসেন্স না থাকায় সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।