ঢাকা
১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৮, ২০২৫

সরাইলে অপ-সাংবাদিকতা রোধে আলোচনা সভা

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অন্তর্ভুক্ত তিনটি সাংবাদিক সংগঠন সরাইল প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি এবং টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে ভুয়া সাংবাদিক ও অপ-সাংবাদিকতা প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় সরাইল প্রেসক্লাবে  সভাপতি মোহাম্মদ আলী মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফসির এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সকালের সময় প্রতিনিধি মোঃ শরীফ উদ্দিন ও সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি মোঃ আলমগীর মিয়া, সরাইল রিপোর্টাস ইউনিটির সভাপতি দৈনিক ভোরের পাতা প্রতিনিধি নূরুল হুদা ও সহ-সভাপতি বাংলা টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম সুমন, সরাইল টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক বিজয় টিভি প্রতিনিধি মোঃ মাসুদ মিয়া। 

আলোচনা সভায় পেশাদার সাংবাদিকতার ভাবমূর্তি রক্ষা, ভুয়া সাংবাদিক এবং অপ-সাংবাদিকতা প্রতিরোধের জন্য সকলেই স্বস্ব বক্তব্য তুলে ধরেছেন। অপ-সাংবাদিকতা প্রতিরোধ করার জন্য সকল প্রকৃত সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন। 

এসময় সরাইল প্রেসক্লাবে সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকা প্রতিনিধি শামসুল আরেফিন ও সরাইল উপজেলা প্রেসক্লাবে কার্যকরী সদস্য ও দৈনিক আমার বার্তা প্রতিনিধি মোঃ রিমন খান উপস্থিত ছিলেন। 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram