সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেছেন, আন্তরিকতার সাথে দেশের জন্য কাজ করুন, দেশকে ভালোবাসুন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে আনন্দদায়ক করে গড়ে তুলুন। এতে শিশুরা শিক্ষার প্রতি আগ্রহী হবে।
তিনি বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।উপজেলা পরিষদ সম্মলেন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
সভায় সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইশরাত জাহান উম্মন, কালুখালী থানার অফিসার ইনচার্জ মো: জাহেদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো: মুনির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন আরা, সমাজ সেবা অফিসার মো: নাজমুল হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার নাইমুর রহমান, মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম রতন, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভার পর জেলা প্রশাসক সুলতানা আক্তার কালুখালীর দু:স্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক সুলতানা আক্তারকে কালুখালীবাসীর পক্ষ থেকে পুস্পস্তবক দিয়ে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।