পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় নসিমনের(ভুটভুটি) সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক মোঃ নাদিম (১৭) নামের একজন নিহত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬:০৫ ঘটিকার সময় থানাধীন গন্ডগোহালী নিমতলা বাজারে (পুঠিয়া-তাহেরপুর) লোকাল সড়কের উপর এ ঘটনা ঘটে। পুঠিয়া অফিসার ইনচার্জ কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মোটরসাইকেল চালক পুঠিয়া উপজেলার গোবিন্দনগর গ্রামের মোঃ সেলিম ছেলে।
জানা যায়, সন্ধ্যায় নিহত নাহিদ হোসেন মোটরসাইকেল যোগে বাসায় ফেরার পথে পুঠিয়া তাহেরপুর সড়কের নিমতলা বাজারের বিপরীত দিক থেকে আসা নসিমনের(ভুটভুটি) সাথে এই দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনায় নাহিদ প্রচন্ডভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হলে মাথার খুলি ভেঙ্গে যায়। আহত ব্যক্তিকে স্থানীয় জনসাধারণ চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার সময় মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, একটা দুর্ঘটনার খবর পেয়েছি সেখানে আমাদের ফোর্স পাঠিয়েছে। বিষয়টির তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।