বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে তিন দিনব্যাপী তারুণ্যের উৎসব ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে সোমবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে রুপসা-বাগেরহাট পুরাত সড়ক হয়ে সদর উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান।
জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক শংকর কুমার মজুমদারের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সিসিএপি প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি, সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, জেলা কৃষক দলের সভাপতি আসাফুদ্দৌলা জুয়েল প্রমুখ।
এই মেলায় মোট ১৬টি স্টলে জৈব কৃষি, মাটির স্বাস্থ্য রক্ষা, কৃষি পণ্য প্রদর্শন, ক্লাইমেট কৃষি প্রযুক্তিতে টাওয়ার ও বস্তা পদ্ধতির ব্যবহার, নিরাপদ-বিষমুক্ত ঘেরের পারে ফসল ও সবজি চাষ পদ্ধতি, উন্নত বীজ, ভার্মি কম্পোস্ট সার তৈরি, আদর্শ নার্সারি তৈরি, কৃষি রোগ বালাইনাশক ব্যবহার পদ্ধতি ও কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে।