ঢাকা
১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৩
logo
প্রকাশিত : জানুয়ারি ২৫, ২০২৫

চিলমারী নদী বন্দর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে জনমনে নানা প্রশ্ন

চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীরে নির্মাণাধীন নদী বন্দর নির্মাণ প্রকল্পের কাজে ধীর গতি নিয়ে জনমনে নানা প্রশ্নের দেখা দিয়েছে। কাজ শুরুর সাড়ে ৩বছর পরও ৩টি ইভেন্টের মাত্র ২০% কাজ হয়েছে বলে জানা গেছে। কাজের অগ্রগতি এবং মান নিয়ে এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে,বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের বাস্তবায়নে চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, রাজিবপুর, রৌমারী,নয়ারহাট) নদী বন্দর নির্মাণ প্রকল্পের বরাদ্দ দেয়া হয়। যার বাস্তবায়নকাল জুলাই ২০২১হতে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এবং প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয় ২৩৫কোটি ৫৯লক্ষ টাকা। পরবর্তীতে আরও ১০০ কোটি টাকা বাড়িয়ে ৩৩৫ কেটি ৫৯লক্ষ টাকায় উন্নীত হয়। ২০২৩-২৪ অর্থবছরে আরএডিপি বরাদ্দ দেয়া হয়েছিল ৩২কোটি টাকা যা পর্যায়ক্রমে চলমান। কাজ শুরুর সাড়ে ৩বছর পেরিয়ে গেলেও প্রকল্পের ১০-১৫টি অংগের মধ্যে এ পর্যন্ত নদী তীর সংরক্ষণ,আরসিসি জেটি নির্মাণ এবং বিভিন্ন ভবন নির্মাণ এই তিনটি অংগের কাজ শুরু করা হয়েছে। যা অত্যন্ত ধীর গতিতে চলমান। প্রকল্পের চলমান তিনটি অংগের প্রাক্কলিত ব্যায় প্রায় ১০০কোটি টাকা,যার মাত্র ২০% কাজ সমাপ্ত হয়েছে বলে জানা গেছে। কাজে ধীর গতি এবং মেয়াদ শেষ হওয়ার মাত্র ১১মাস বাকী অগ্রগতি মাত্র ২০%।এ নিয়ে এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে শনিবার বিকেলে দেখা যায়,উপজেলার নৌ-বন্দর টার্মিনাল ভবন নির্মাণ এবং নদী তীর সংরক্ষণের স্থলে ১৫-২০জন শ্রমিক কাজ করছে। কাজ শ্লথ গতিতে এগিয়ে চলায় স্থানীয়দের মাঝে নান প্রশ্ন দেখা দিয়েছে। এসময় অনেকে মন্তব্য করেন,ঠিকাদার এবং বিআইডব্লিউটিএ’র দায়িত্বরত ব্যাক্তিরা নিজেদের খেয়াল খুশিমত ধীর গতিতে কাজ করে যাচ্ছেন। কাজের ভবিষ্যৎ কি তা নিয়ে সন্দেহ রয়েছে বলে ধারনা করেন তারা।

নদী বন্দর নির্মাণ প্রকল্পের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী দাউদ ইসলাম বলেন,বন্দর নির্মাণ প্রকল্পের তিনটি অংগের কাজের ২০% অগ্রগতি হয়েছে। কাজ চলমান রয়েছে।

চিলমারী নদী বন্দর নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক ও বিআইডব্লিউটিএ এর নির্বাহী প্রকৌশলী মো.আবুল কালাম আজাদ মোল্লা জানান, চলমান তিনটি কাজের মধ্যে জেটি ৮%,নদী তীর সংরক্ষণের প্রায় ৪০% এবং ভবন নির্মাণের প্রায় ৩৫% কাজের অগ্রগতি হয়েছে।

কাজে ধীর গতি প্রসঙ্গে তিনি জানান,জমি অধিগ্রহণের কাজ না হওয়া এবং ডিপিপি অনুমোদন আটক হওয়ায় কাজে ধীর গতি ছিল। আগামী ২৭সালের জুনে প্রকল্পের কাজ শেষ হতে পারে বলে আমরা মনে করছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram