এস এম জহিরুল আলম চৌধুরী টিপু, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর র ্যাবের অভিযান ৩৪১ বোতন ফেন্সিডিল ও ২৭ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার।
শনিবার (২৫ জানুয়ারী) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে র ্যাবের পক্ষ থেকে জানানো হয়।
গ্রেফতারকৃত যুবক হলেন নবীনগর উপজেলার ়আমতলী এলাকার মোস্তফা কামালের ছেলে মোঃ আইয়ান ইসলাম রনি (২৫)।
র্যাব-৯, সিপিসি-৩, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল জানান,
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।