ঢাকা
১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:২৪
logo
প্রকাশিত : জানুয়ারি ২৫, ২০২৫

দাবি না মানলে ২৮শে জানুয়ারী থেকে সারাদেশে কর্মবিরতি’র ঘোষণা

পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ জলিল সরকার: পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার-গার্ড-টিটিই) কর্ম বিরতি পালনের লক্ষ্যে আজ শনিবার সকাল ১০টায় পার্বতীপুর রেলওয়ে স্টেশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। আগামী ২৮ জানুয়ারীকে সামনে রেখে রেলওয়ে সর্বস্তরের রানিং স্টাফদের অনির্দিষ্টকালে কর্ম বিরতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরসনের আহ্বান জানান। ২৭ জানুয়ারী/২৫ এর মধ্যে রানিং স্টাফদের “পার্ট অব পে রানিং এলাউন্স যোগে পেনশন ও আনুতোষিক প্রদানে গত ০৩ নভেম্বর/২০২১ সালে অর্থ মন্ত্রণালয়ের সকল অসম্মতি প্রত্যাহার এবং নতুন নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের বৈষম্যমূলক ১২ ও ১৩নং শর্ত বাতিল করে রেলওয়ে কোড ও বিধি বিধানের আলোকে আদেশ জারির দাবী জানান তারা।

দাবী বাস্তবায়ন না হলে আগামী ২৮শে জানুয়ারী থেকে কর্ম বিরতি পালন করবে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার-গার্ড-টিটিই)। সারাদেশে চলবে না কোন ট্রেন এবং “ট্রেনের চাকা ঘুরবে না রেলগাড়ি চলবে না” এ স্লোগানকে সামনে রেখে আন্দোলনরত কর্মচারীরা বিক্ষোভ মিছিলে কর্মসূচি ঘোষনা করে।

সকালে খুলনাগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেন, কুঁড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুঁড়িগ্রাম এক্সপ্রেস ও পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন পার্বতীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে আন্দোলনরত বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার-গার্ড-টিটিই) নেতাকর্মীরা ও কর্মচারীরা বিক্ষোভ মিছিলে ফেঁটে পড়ে এবং কর্মসূচির লিফলেট, পোষ্টার বিতরন করে।]

মিছিল শেষে রেলওয়ে স্টেশন মাষ্টারের অফিসের সামনে সমাবেশে বক্তব্য রাখেন আহ্বায়ক বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার-গার্ড-টিটিই) এর নেতা বি. এম শহিদুল আলম রানা, বাংলাদেশ রেলওয়ের
রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোমাস্টার-গার্ড-টিটিই)’র সভাপতি মোঃ সাইফুল আজম, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সানোয়ার হোসেন, গার্ড রানিং ঐক্য পরিষদের নেতা সাইফুল ইসলাম ও রায়হান মোস্তাফিজ রাজুসহ সংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মীরা।

তারা বক্তব্যে আরো বলেন, এই সরকারের আমলে নতুন কোন দাবী করছে না এবং ১৬০ বছরের অধিক সময় ধরে পেয়ে আসা অধিকার খর্ব করায় গত আওয়ামী লীগ সরকারের শাসন আমল থেকে আন্দোলন ও প্রতিবাদ করে আসছি। অন্তবর্তীকালীন সরকারকেও ৩ বার সময় দেওয়া হয়েছিল। যা এখনও বাস্তবায়ন হয়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram