হুমায়ুন কবীর রিন্টু , নড়াইল প্রতিনিধি: নড়াইলে ৩২দলীয় আরাফাত রহমান কেকো স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
জেলার কালিয়া উপজেলার পেড়লীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার পেড়লী ইউনিয়নের জামরিলডাঙ্গা লস্কারবাড়ী ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন ও পেড়লী গ্রামের সোহেলের দল রানার্সআপ হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে একটি ফ্রিজ ও রানার্সআপ দলকে একটি স্মার্ট টেলিভিশন পুরষ্কার দেয়া হয়।
এর আগে শুক্রবার বিকেলে পেড়লী দরিন্দ্রচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা বিএনপির সাধারন সম্পাদক ও নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
পেড়লী ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শেখ আলতাফ উদ্দিন আনসারীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সরদার আনোয়ার
হোসেন, সাধারন সম্পাদক স,ম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম, জেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।