ঢাকা
১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:১৯
logo
প্রকাশিত : ডিসেম্বর ২১, ২০২৪

শুদ্ধতা ছাড়া পূর্ণতা সম্ভব নয় : খাজা ওসমান ফারুকী 

এস এম আকাশ, চট্টগ্রাম: কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের আগামীর সম্ভাবনা ও মানসিক বিকাশে ইসলামি দৃষ্টিভঙ্গি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মহিউদ্দিন লিটন এর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সুফি মেডিটেশন মেথড এর উদ্ভাবক পীর খাজা ওসমান ফারুকী (খাজা'জী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড.নুরে আলম মুহাম্মদী,খন্দকার নাছির আহমেদ, গোলাম সরোয়ার সরকার সহ কলেজের শিক্ষকবৃন্দ। 

প্রধান অতিথির বক্তব্যে খাজাজী হযরত বলেন, আমাদের পৃথিবী আমাদের ধারণার থেকেও দ্রুত বদলাচ্ছে। আগামী দিনের পৃথিবীর সঙ্গে আজকের বাস্তবতা মেলালে চলবে না। ভবিষ্যতের কথা ভেবে তাই বদলাতে হবে নিজেকেও। যে গৎবাঁধা নিয়মে আমরা থেকে অভ্যস্ত, তা এখন পরিবর্তনশীল।এই শতাব্দী আমাদের জন্য নিয়ে আসবে নতুন নতুন চমক,ভিন্ন জীবনবাস্তবতা। সুতরাং আমাদের শিক্ষার্থীদেরকে নিজের শক্তিমত্তার পরিচয় জানতে হবে।নিয়মিত শুদ্ধতার অনুশীলন করতে হবে।পড়াশোনার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহারে সচেতন থাকতে।তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্যি, পৃথিবীতে এতোদিন রাজত্ব করেও মানুষ খুব একটা বেশী কিছু করতে পারেনি,যা নিয়ে আমরা গর্ব করতে পারি। পুরো সময়টা জুড়ে মানুষ তার চারপাশের পরিবেশ সম্পর্কে জানতে পেরেছে,বাড়িয়েছে খাদ্যের উৎপাদন, নির্মাণ করেছে নগর সাম্রাজ্য এবং বিশাল বিস্তৃত ব্যাবসায়িক ক্ষেত্র।। কিন্তু এতসব কাজ কি পৃথিবীতে ব্যক্তিমানুষের দুঃখ কষ্টের, অশান্তির নিরসন ঘটাতে পেরেছে। ইতিহাসের বিভিন্ন সময়ে মানুষের অর্জিত বিপুল ক্ষমতা মানুষের জন্য নিয়ে এসেছে কান্না হাহাকার ধ্বংসযজ্ঞ। মানুষের কারণে অন্যান্য প্রাণির জীবনও ক্রমাগত দুর্বিষহ হয়ে উঠেছে।

মানুষের নিজের মানসিকতার উন্নতি হয়েছে খুবই সীমিত। যতদিন প্রচন্ড ক্ষমতাবান অতৃপ্ত এবং দায়িত্বজ্ঞানহীন মানুষ না বুঝবে যে তারা আসলে কী চায়,তাদের চাওয়ার শেষ কোথায় ততদিন এই জগতে শান্তির দেখা মিলবে না।

আসুন নিজের মধ্যে শুদ্ধতার চাষাবাদ চলমান রাখি। আমরা চাই শান্তিতে ভরে উঠুক আমাদের এই মাটির পৃথিবী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram