বড়লেখা প্রতিনিধি: বড়লেখার জামেয়া ইসলামিয়া দারুল উলূম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসার ৩ দিনব্যাপী ৩০ সালা
দস্তারবন্দী মহাসম্মেলন শুক্রবার মধ্যরাতে মুফতি মুস্তাকুন্নবী কাসিমির আখেরি মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে।
হাফেজ আহবাব হুসাইনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বুধবার (১৮ ডিসেম্বর) শুরু হওয়া বহুল প্রত্যাশিত দস্তারবন্দী মহাসম্মেলনে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার পরিচালক মাওলানা শায়খ বদরুদ্দীন।
ফুযালা ও আবনা পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতাপূর্ণ অভিব্যক্তিমূলক শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন মাওলানা ফয়সল আহমদ।
৩ দিনব্যাপী মহাসম্মেলনে দেশবরেণ্য উলামায়ে কেরামের উপস্থিতিতে আড়ম্বরপূর্ণ পরিবেশে জামেয়ার ৫ শতাধিক ফাযিল ডিগ্রিধারী আলেম-আলেমা এবং ৩ শতাধিক কোরআনে হাফেজ-হাফেজাকে দস্তারে ফযিলত প্রদান করা হয়। এছাড়াও জামেয়ার সম্মেলনে আগত বুযুর্গ আলেমেদ্বীন, বিশিষ্ট নাগরিকবৃন্দ, কওমী মাদ্রাসা উন্নয়ন পরিষদের অন্তর্ভুক্ত মাদ্রাসাসহ বড়লেখা ও জুড়ী উপজেলার সকল মাদ্রাসার মুহতামিম-নাজিমবৃন্দ, সুজানগর ইউনিয়নের ইমামগনসহ জামেয়া ইসলামিয়া দারুল উলূম আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসার প্রতিষ্ঠকা থেকে ২০২৩ সাল পর্যন্ত
অধ্যয়নকরা সকল আবনাকেও দস্তারে ফযিলত প্রদান করা হয়।
দস্তারবন্দী মহাসম্মেলনের প্রথমদিন থেকেই মৌলভীবাজারসহ সিলেট বিভাগের বিভিন্ন অব্জল থেকে হাজার হাজার তাওহীদি জনতার স্বতঃস্ফূর্ত আগমন ঘটে মাদ্রাসা প্রাঙ্গণে।
তাওহিদী জনতার উদ্দেশ্যে দিকনির্দেশনা ও নসিহতমূলক বক্তব্য রাখেন আওলাদে রাসূল আল্লামা সায়্যিদ আসজাদ মাদানী ভারত, মাওলানা বিলাল বাওয়া লন্ডন, মাওলানা হোসাইন আহমদ পালনপুরী ভারত, মাওলানা রশিদুর রহমান ফারুক বরুনী, মাওলানা নূরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা আব্দুস সালাম সাহেব জুড়ী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা নজরুল ইসলাম কাসিমী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম , মাওলানা আব্দুল গফফার রায়পুরী, মাওলানা বদরুল আলম হামিদী, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মাওলানা নোমান কাসিমী, মাওলানা আনিসুর রহমান, মাওলানা নজমুদ্দিন কাসিমী, মাওলানা আমিরুল ইসলাম, মুফতি মুনিরুজ্জামান কাসিমী, মাওলানা সালেহ সজীব আইয়ুবী প্রমুখ।
সম্মেলনের বিভিন্ন অধিবেশনে পরিচালনা মাওলানা কাওছার আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা শামসুদ্দিন গণী, মাওলানা আব্দুল বাসিত, মাওলানা ফখরুল ইসলাম মামুন, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা আবুল হাসান হাদী।