চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে দুই কিশোর নিহতের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করেছে।
তবে, ঘটনা কোন রাজনৈতিক কারণে ঘটেনি বলে জানান পুলিশ সুপার রেজাউল করিম। এ বিষয়ে ঘটনার অধিকতর তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
এদিকে নাচোল থানা পুলিশ ও স্থানীয়রা জানান, পেয়ারা বাগানের একটি অপ্রীতিকর ভিডিও (দাঁড়িয়ে প্রস্;্রাব করার)সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করাকে কেন্দ্র করে বাহির মল্লিকপুর ও খোলসী গ্রামের স্থানীয়দের সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়। আর ওই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গ্রাম্য সালিশও হয়। সেই দ্বন্দ্বের জেরেই গতকাল রাতে এই ঘটনা ঘটে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে মাসুদ চাঁপাইনবাবগঞ্জ পলিটেনকি ইনস্টিটিউটের ছাত্র ছিল এবং সে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। যদিও এ বিষয়ে দলীয়ভাবে কোন বিবৃতি পাওয়া যায়নি।
প্রসঙ্গতঃ মঙ্গলবার রাতে নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে শহীদ জিয়া স্মৃতি সংঘের আয়োজনে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি ও বাকবিতন্ডার জেরে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খোলসী গ্রামের এজাবুলের ছেলে মাসুদ (১৬) ও একই ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান(১৬) নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও দুইজন।