মোরেলগঞ্জ অফিস: বাংলাদেশ সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে বাগেরহাটের মোরেলগঞ্জের ৭নং হোগলাপাশা ইউনিয়ন কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বরিবার বিকেল ৫ টায় ইউনিয়নের বৌলপুর বাজার শহীদ মিনার চত্বরে এ কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদিন।
ইউনিয়ন কৃষক দলের সভাপতি লিটন শেখ লিটুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক সাদিক হোসেন, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম।
অনান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলার উপজেলা বিএনপির নেতা খ.ম বদিউজ্জামান বদি, হোগলাপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু, উপজেলা মহিলা দলের সভাপতি শাহিনা ফেরদৌসি হ্যাপী,বনগ্রাম ইউনিয়ন বিএনপির আহবায়ক অ্যাড. আলী হোসেন, বিএনপি নেতা মোকাম্মেল হোসেন নান্নু, ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ সভাপতি সৈয়দ আলী আকবর,প্যানেল চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন,বিএনপি নেতা আতিকুর রহমান মিন্টু মল্লিক, ইউপি সদস্য আব্দুস সালাম সিকদার,শ্রমিক দলের সভাপতি শেখ রুহুল আমিন, যুবদল নেতা রাব্বির হোসেন সোহেল, ইউনিয়ন মহিলা দলের সভাপতি নার্গিস আক্তারসহ কৃষক দলের ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলিম।