ঢাকা
২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩০
logo
প্রকাশিত : জানুয়ারি ২২, ২০২৬

যারা ভোটকেন্দ্র দখল করতে যাবেন তারা ঘর থেকে বিদায় নিয়ে যাবেন: আহসান উল্লাহ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া বলেছেন, ‘আমরা বলতে চাই আমরা কেন্দ্র দখল করবো না। কিন্তু যারা ভোটকেন্দ্র দখল করতে যাবেন ঘর থেকে বিদায় নিয়ে যাবেন। মা-বোন থেকে, ছেলে-মেয়েদের থেকে শেষ সালাম দিয়ে যাইয়েন। কারণ আমরা কারো উপর আঘাত করবো না, আমাদের ব্যালেট বক্সে যারা হাত দিবে সেই হাত আর শরীরে থাকতে দেওয়া হবে না। আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা মার্কার বিজয় নিশ্চিত করে আপনারা ক্ষান্ত হবেন। এর আগ পর্যন্ত ঘুম, ব্যবসা-বাণিজ্য, বিয়েশাদী মুলতবি করে নির্বাচন করবেন।’

তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ১০ দলীয় ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ছাইফুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মিরসরাই পৌরসদরের উষা ডেভেলপার মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশে প্রধান বক্তা জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান বলেন, ‘অনেক কষ্টের বিনিময়ে আমাদের দাঁড়িপাল্লা প্রতীক অর্জন করেছি। আপনারা জানেন এ দাঁড়িপাল্লা ছিল আমাদের দলের এমন এক প্রতীক, যেটা মানুষের কাছে আলোড়ন সৃষ্টি করেছে। এদেশের মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে মুখিয়ে রয়েছে। আমরা বিজয়ের কাছাকাছি পৌঁছ গেছি, এখন শুধু সময়ের অপেক্ষা।’

বাংলাদেশ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যক্ষ মো. নুরের নবীর সভাপতিত্বে ও জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর নুরুল হুদা হামিদীর সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের এ্যাসিসটেন্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইউসুফ বিন আবু বকর, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক বোরহান উদ্দিন, মিরসরাই উপজেলা জামায়াতের আমীর নুরুল কবির, সাবেক আমীর নুরুল করিম, মিরসরাই উপজেলা এনসিপি’র আহবায়ক প্রফেসর আশরাফ উদ্দিন চৌধুরী, খেলাফত মজলিস মিরসরাই উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা মফিজ উল্ল্যাহ সিদ্দিকী, মিরসরাই উপজেলা শিবিরের সভাপতি সাকিব হোসাইন।

এর আগে দিনের শুরুতে প্রচার-প্রচারণার প্রথমদিন বাবার কবর জেয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গণসংযোগে নামেন জামায়াতের প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান। দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে গনসংযোগসহ নানা অনুষ্ঠানে অংশ নেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram