

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির মনোনয়ন বাতিল চেয়ে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার বিকেলে বাউফল উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটে গিয়ে শেষ করে। এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহবায়ক মো. জব্বার মৃধাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বাউফলে তিনটি গ্রুপে বিএনপি নেতাকর্মীরা বিভক্ত। তাদের মধ্যে সাবেক এমপি শহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দেয়া হয়েছে। এরফলে অপর দুই পক্ষের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হন। তারা জানান, শহিদুল আলম তালুকদার বিগত ১৭ বছর নেতাকর্মীদের খোঁজ খবর নেননি। সেদিক থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার নেতাকর্মীদের দুর্দিনে পাশে ছিলেন। এজন্য নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন।
মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ড আন্দোলন চলবে বলে আজকের বক্তাগণ নেতাকর্মীদের জানিয়ে দেন।

