

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের পূর্ব হাঁটি এলাকায় অগ্নিকাণ্ডে বসতঘর হারানো ১০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১০ ডিসেম্বর, ২০২৫) বিকেলে উপজেলার উদ্যোগে প্রত্যেক পরিবারকে ২ বান্ডিল করে টিন সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহজাহান সরেজমিনে উপস্থিত থেকে তালিকাভুক্ত প্রকৃত ভুক্তভোগীদের হাতে সরকারি সহায়তা তুলে দেন।
তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পর্যায়ক্রমে সরকারি সহায়তার আওতায় আনা হবে। মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”
ঘটনাস্থলে গিয়ে প্রশাসনের কর্মকর্তা অগ্নিকাণ্ডে গৃহহীন পরিবারগুলোর পাশে দাঁড়াতে উপজেলার পক্ষ থেকে ধারাবাহিকভাবে ত্রাণ ও পুনর্বাসন সহায়তা চলবে। ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলছেন এবং তাদের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিচ্ছেন।
টিন বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নুরে আলম সিদ্দিকী, প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ, ৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সদস্য জুবায়েল আহমদ এবং ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মাছুম আহমদসহ প্রমুখ।

