ঢাকা
১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৩:২৪
logo
প্রকাশিত : ডিসেম্বর ১০, ২০২৫

ঘর বিএনপিরও ভাঙবে, জামায়াতেরও ভাঙবে-তবে শুধু দোয়াদরুদ পড়লে নদীভাঙন রোধ হবেনা: হান্নান মাসুদ

ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)'র সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ বলেছেন, ঘর বিএনপিরও ভাঙবে, জামায়াতেরও ভাঙবে- তবে শুধু দোয়াদরুদ পড়লে নদীভাঙন রোধ হবেনা। এজন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। হাতিয়ার মানুষ চাইলে ইলেকশন করবো না হয় করবোনা, তবে হাতিয়াকে জিম্মি হতে দেবোনা। আমরা শুধু স্বপ্ন দেখিনা, স্বপ্ন বাস্তবায়নও করি। স্বপ্ন বাস্তবায়ন করতে সাহস লাগে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারে এনসিপির 'মার্চ ফর চেঞ্জ' শোডাউন পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি কারো বিরুদ্ধে বলতে আসিনি, আমি এসেছি হাতিয়ার মানুষের পক্ষে কথা বলতে। আমি মজলুমের পক্ষে- জালিমের বিরুদ্ধে লড়াই করতে এসেছি। আমরা গোলামীর জিঞ্জির ভাঙতে সক্ষম হয়েছি। একবছর আগে কথা দিয়েছিলাম- হাতিয়ার নদীভাঙন রোধে জিও ব্যাগ এবং ফেরি সার্ভিস চালু করবো। এখন তা দৃশ্যমান হতে শুরু করেছে।

এনসিপির এ নেতা আরো বলেন, নৌ-ঘাটের অনিয়মে শুধু মোহাম্মদ আলীর(সাবেক এমপি) নাম রটে গেছে!এখন কারা যাত্রী হয়রানি করে?কারা অনিয়ম করে?

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটে লড়ার বিষয়ে তিনি বলেন, হাতিয়ার মানুষ যদি আমাকে ভোট করতে বলে- তবেই ইলেকশন করবো। ভোটের জন্য মারামারি-হানাহানি করতে পারব না।

হাতিয়ার নদীভাঙন রোধ ও উন্নয়নের বিষয়ে দলমত নির্বিশেষে সকলকে একত্রিত হওয়ার আহবান জানানোর এক পর্যায়ে উপস্থিত জনতা ও কর্মী-সমর্থকদের নিয়ে- "বেকে আইয়েন মিলি যায়- দ্বীপ বাঁচাইবার শেষ লড়াই, বেকে আইয়েন মিলি যায় হাতিয়ারে বদলাই" শ্লোগানে মার্চ ফর চেঞ্জ পথসভাকে মুখরিত করে তোলেন।

এর আগে 'মার্চ ফর চেঞ্জ' শোডাউন কর্মসূচির লক্ষ্যে আব্দুল হান্নান মাসুদ ঢাকা থেকে নোয়াখালী হয়ে চেয়ারম্যান ঘাট থেকে স্পিডবোট দিয়ে হাতিয়ার নলচিরা ঘাটে এসে পৌঁছেন। এসময় হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার মানুষ তাঁকে স্বাগতম জানান।

পথসভা শেষে 'মার্চ ফর চেঞ্জ' কর্মসূচির উদ্দেশ্যে তিনি দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে হোন্ডা ও গাড়ি যোগে শোডাউন করে জাহাজমারা এলাকার দিকে রওনা হন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram