ঢাকা
১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪৮
logo
প্রকাশিত : নভেম্বর ১০, ২০২৫

জাহানারার অভিযোগের তদন্ত নিয়ে শঙ্কা আছে তামিমের

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক নির্বাচক, সাবেক ইনচার্জ, ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন জাতীয় দলের সাবেক পেসার জাহানারা আলম। এরপরই বিষয়টি নিয়ে সরব হন নানা অঙ্গনের মানুষ। এরই মধ্যে তিন সদস্যের কমিটিকে অভিযোগ তদন্ত করতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাহানারার বিস্ফোরক সেই সাক্ষাৎকারের পর আরও অনেকেই এমন যৌন হয়রানি নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। দেশের অন্য ক্রীড়াক্ষেত্রেও দেখা গেছে এটা। বিষয়টিকে সাধুবাদ জানালেও জাহানারার অভিযোগের তদন্ত নিয়ে শঙ্কা রয়েই গেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের।

রোববার রাতে ফেসবুকে দেওয়া পোস্টে তামিম বলেন, ‘জাহানারা আলম অভিযোগ করার পর আরও অনেকেই মুখ খুলতে শুরু করেছেন, যা খুবই আশাব্যঞ্জক ব্যাপার। কিন্তু শঙ্কার জায়গা রয়েই গেছে। এখনো জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায় থেকে কোনো কমিটি গঠন করা হয়নি কিংবা তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গত কয়েক দিনে যাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসছে, তাদের প্রায় সবাই বিসিবির উঁচু জায়গা থেকে শুরু করে নানা পদে আছে। বিসিবির তদন্ত কমিটি নিয়ে তাই নানামুখী সংশয়ের জায়গা থাকছেই।’

আবারও স্বাধীন তদন্ত কমিটির দাবি জানিয়েছেন তামিম, ‘দেশের ক্রিকেটে তোলপাড় পড়ে যাওয়ার পরও সরকার বা মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ভীষণ দুঃখজনক। আগের লেখায় যেমন বলেছিলাম, তেমনি আবারও দাবি জানাচ্ছি, অতি দ্রুত যেন একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না। নারী অধিকার নিয়ে কাজ করেন, যৌন হয়রানিমূলক অপরাধ নিয়ে কাজ করেন এবং এই ব্যাপারগুলো মনস্তাত্ত্বিক ও পারিপার্শ্বিক দিক সম্পর্কে ভালো জ্ঞান আছে, এমন বিশেষজ্ঞদের প্রতিনিধি সেখানে থাকতে হবে। এই ব্যাপারগুলোর সুরাহা আমরা যদি ঠিকভাবে করতে না পারি, তাহলে শুধু ক্রীড়াঙ্গন নয়, গোটা দেশের নারীদের কাছে আমরা অপরাধী থাকব।’

সব বাধা ভেঙে সবাইকে মুখ খোলারও আহ্বান জানান তামিম, ‘যারা মানসিক ব্যারিকেড ভেঙে মুখ খুলতে পেরেছেন, সবার প্রতি সবটুকু সম্মান জানাচ্ছি সাহসিকতার জন্য। এখনও যারা নানা সঙ্কোচে মুখ খুলতে পারছেন না, তাদেরকে বলছি, ‘‘ইটস নেভার ঠু লেট।’’ আওয়াজ তুলুন, আমরা থাকব পাশে। বিসিবিতে এখন একটা স্লোগান শুনি- ‘‘ক্রিকেট ফর অল।’’ আমার মনে হয়, এর আগে জরুরি ‘‘সেফটি ফর অল’’ নিশ্চিত করা।

স্ট্যাটাসের শেষে তামিম বলেন, ‘আরেকটি ব্যাপার, দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশনের দায়িত্বও সবচেয়ে বেশি। আমাদের সবারই উচিত দেশের সব খেলাকে সম্মান করা। প্রতিটি খেলাই আমাদের। প্রতিটি খেলাই বাংলাদেশের।’ এই মন্তব্য যে তিনি বিসিবির পরিচালক আসিফ আকবরকে ইঙ্গিত করে বলেছেন সেটি বলাই যায়। ফুটবল নিয়ে গতকাল আসিফের মন্তব্যও তোলপাড় ফেলেছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram