

নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী জুহি চাওলা। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। বলিউডের প্রথম সারির তারকা অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা যেমন কুড়িয়েছেন, তেমনি অঢেল সম্পদেরও মালিক হয়েছেন।
জুহির নায়কদের মধ্যে অন্যতম বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তার সঙ্গে ‘ইশ্ক’, ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছাড়াও ‘দৌলত কি জং’, ‘তুম মেরে হো’, ‘হাম হ্যায় রাহি প্যার কে’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হন। প্রতিটি সিনেমায় তাদের রসায়ন, হাস্যরস ও ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা।
পর্দার বাইরে ব্যক্তিগত জীবনে ভালো বন্ধু আমির খান জুহি চাওলা। কিন্তু জানেন কী এই আমির খানকে চুমু খেতে অস্বীকৃতি জানিয়েছিলেন জুহি চাওলা? কেন এমনটা করেছিলেন জুহি, তা নিয়েই এই প্রতিবেদন—
সবকিছুর শুরু একটি চুম্বন দৃশ্য নিয়ে। ‘ইশক’ সিনেমার চিত্রনাট্যে জুহি-আমিরের একটি রোমান্টিক মুহূর্ত ছিল। প্রথমে জুহি রাজি থাকলেও, পরে আমির দৃশ্যটিকে আরো ‘স্বাভাবিক’ করে তুলতে কিছু পরিবর্তন আনার প্রস্তাব দেন। কিন্তু আমির খানের প্রস্তাবে অস্বস্তি বোধ করেন জুহি চাওলা। শুধু তাই নয়, চুম্বন দৃশ্যটি করতে অপারগতা প্রকাশ করেন। মূলত, তারপর শুরু হয় সৃজনশীল মতপার্থক্য, যা দ্রুতই তীব্র তর্কে পরিণত হয়। শেষ পর্যন্ত জুহি সেট ছেড়ে চলে যান এবং দৃশ্যটি করতে সম্পূর্ণ অস্বীকৃতি জানান।
পরবর্তীতে এক সাক্ষাৎকারে আমির খান এ ঘটনার কথা স্বীকার করেন। এ নিয়ে তাদের মধ্যে টানাপড়েন তৈরি হয়, যা অনেকটা সময় ধরে চলেছিল। এ বিষয়ে আমির খান বলেছিলেন, “ইশক’ সিনেমার শুটিংয়ের সময়ে জুহি আর আমি ৫-৬ বার ঝগড়া করেছিলাম। এটা বেশ কিছুদিন ধরে চলেছিল।” এ ঘটনার পর দু’জনই দীর্ঘ সময় একে অপরের সঙ্গে কথা বলেননি। আশি-নব্বই দশকের শেষ দিকে একাধিক হিট সিনেমায় একসঙ্গে কাজ করার পরও তাদের বন্ধুত্বে দূরত্ব তৈরি হয়েছিল।
আমির খান-জুহি চাওলা একসময় পর্দায় হিট জুটি থাকার পরও বছরের পর বছর দুজনে দূরত্ব বজায় রেখেছিলেন। অথচ তারা অনেক রোমান্টিক মুহূর্ত দর্শকদের উপহার দিয়েছেন। দীর্ঘদিন কথা বন্ধ রাখার পর আশির দশকের শেষের দিকে অর্থাৎ নব্বই দশকের গোড়ার দিকে তারা একসঙ্গে কাজ করেছেন।
সময় মানুষের সব ক্ষত সারিয়ে তোলে। বহু বছর পর একটি অনুষ্ঠানে জুহি চাওলা ও আমির খানের দেখা হয়। সেখানে তারা পুরোনো মনোমালিন্য ভুলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারপর ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ফিরে আসে। এখনো তারা একে অপরকে শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন। জুহি চাওলাকে এখন মাঝে মাঝে পর্দায় দেখা যায়; তার সৌন্দর্য এখনো অমলিন। অন্যদিকে, আমির খান বলিউডের অন্যতম নিখুঁত অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে কর্মযজ্ঞ পরিচালনা করছেন।
তথ্যসূত্র: ইন্ডিয়া ডটকম

