ভারতের সাবেক ব্যাটার বিনোদ কাম্বলি সম্প্রতি শারীরিক অসুস্থতা এবং আর্থিক সংকটের কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন। কিডনির সংক্রমণ ও পেশীতে টানের সমস্যা নিয়ে ২০২৪ সালের ডিসেম্বরে থানের আক্রুতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মাঠের বাইরে দুর্দিনে থাকা কাম্বলির পাশে এবার দাঁড়ালেন কিংবদন্তি ব্যাটার ও বিশিষ্ট ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার।
টাইমস অফ ইন্ডিয়ার বরাত দিয়ে টাইমস নাও জানিয়েছে, গাভাস্কারের প্রতিষ্ঠিত চ্যাম্পস ফাউন্ডেশন থেকে কাম্বলিকে প্রতি মাসে ৩০,০০০ রুপি আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি, তাঁর বাৎসরিক চিকিৎসা খরচের জন্য অতিরিক্ত ৩০,০০০ রুপি বরাদ্দ করা হয়েছে।
২০২৪ সালের ডিসেম্বরে মুম্বাইয়ের শিবাজি পার্কে কোচ রামাকান্ত আচরেকরের স্মৃতিসৌধের উদ্বোধনী অনুষ্ঠানে গাভাস্কার কাম্বলির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো। চলতি বছরের জানুয়ারিতে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুজনের সাক্ষাৎও হয়েছিল।
এদিকে, বিনোদ কাম্বলির ব্যক্তিগত জীবনেও কঠিন সময় চলছে। ২০২৩ সালে স্ত্রী আন্দ্রেয়া হিউইট তাঁর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করলেও পরে স্বামীর অসহায় অবস্থা দেখে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। এক পডকাস্টে আন্দ্রেয়া বলেন, ‘ওর জন্য চিন্তা হয়। ও যেন একটা শিশুর মতো। ওর খাওয়া-দাওয়া, শুয়ে থাকা — সবকিছুর খেয়াল রাখতে হয়। তাই ছেড়ে যেতে পারিনি।’
১৯৯০-এর দশকে ভারতের অন্যতম প্রতিশ্রুতিশীল ব্যাটার ছিলেন কাম্বলি। ১৭টি টেস্ট ও ১০৪টি ওডিআই খেলেছেন তিনি। তবে ক্যারিয়ারটা প্রত্যাশা মতো দীর্ঘস্থায়ী হয়নি। জীবনের পড়ন্ত বেলায় তার পাশে দাঁড়িয়ে নতুন করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন গাভাস্কার।