সম্প্রতি ঢাকার মিরপুরে দেশের সবচেয়ে লাভবান ও সর্ববৃহৎ বহুজাতিক কোম্পানি "গ্রামীণফোন লিমিটেড"-এ বিগত ১৫ বছর ধরে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর বাংলাদেশী ও ভারতীয় মেনেজমেন্টের বিরুদ্ধে " চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ" এর ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্বেচ্ছাসেবী আহবায়ক পর্ষদ গঠিত হয়েছে।
দাবী সমূহ:
১) দেশীয় উচ্চ শিক্ষিত ও অভিজ্ঞ ৩৪০০ স্হায়ী কর্মীদের জোরপূর্বক বহিষ্কার, কৌশলে এবং জোরপূর্বক স্বেচ্ছায় "ভিআরএস-এমআরএস" এর নামে অবসরে পাঠানোদের পূনরায় চাকুরীতে পুনর্বহাল করা এবং বিগত সময়ের ক্ষতিপূরন প্রদান করা।
২) ২০১০-২০১২ এর ৫% লভ্যাংশের বকেয়া, কন্টিনজেন্সি ফান্ড বিতরণ ও অন্যান্য বকেয়াসমূহ অতি দ্রুত প্রদান করা।
৩) সকল অপকর্মের সাথে চিহ্নিত জড়িত কর্মকর্তাদের বিচার নিশ্চিত করা।
চাকরিচ্যুত ও অধিকার বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ :
আহ্বায়ক কমিটিঃ- আবু সাদাত মোঃ শোয়েব -আহ্বায়ক, মোঃ জাকির হোসেন চৌধুরী -যুগ্ম আহ্বায়ক, মোঃ খালিদ হাসান -যুগ্ম আহ্বায়ক, এবং কার্যনির্বাহী সদস্য- মনোয়ার পারভেজ, মোঃ শাহরিয়ার শিশির, মোঃ সেলিম হোসেন, মোঃ সিরাজুল হক, মোঃ আসাদুজ্জামান ফারুক, আহসান মোবাশ্বের, মোঃ ইমদাদুল হক, মাহমুদুল হক শুভ্র, মোঃ মশিউর রহমান, আহসান মোবাশ্বের, মোঃ মাহবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ- মোঃ সাহেদ মাহমূদ ।