ঢাকা
১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১২:২২
logo
প্রকাশিত : ডিসেম্বর ২১, ২০২৪

জনতা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, সরাসরি আবেদনের সুযোগ

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক পিএলসি। মহাব্যবস্থাপক পদমর্যাদায় ‘চিফ ল অফিসার (সিএলও)’ পদে জনবল নেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা সরাসরি, ডাকযোগে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

যা যা প্রয়োজন—

পদের নাম: চিফ ল অফিসার (মহাব্যবস্থাপক পদমর্যাদা)

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনে অন্তত একটি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। হাইকোর্টে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতাসহ আইন পেশায় অন্তত ১২ বছরের অভিজ্ঞতা অথবা ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের আইন বিভাগ/লিগ্যাল টিমে ন্যূনতম পাঁচ বছর কাজের অভিজ্ঞতাসহ আইন পেশায় কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক কোম্পানি আইন, ব্যবসা-বাণিজ্য ও ব্যাংকসংশ্লিষ্ট বিভিন্ন আইন, চুক্তি আইন, সম্পত্তি হস্তান্তর আইন, অর্থঋণ আদালত আইন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, অ্যান্টি মানি লন্ডারিং আইন ইত্যাদিসহ দেশে প্রচলিত অন্যান্য আইন বিষয়ে দক্ষতা/অভিজ্ঞতা থাকতে হবে। বার-অ্যাট-ল বা আইন বিষয়ে পিএইচডি ডিগ্রি বা আইন বিষয়ে বিশেষায়িত উচ্চতর ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। ব্যাংকিং ও পেশাগত আইনবিশারদ এবং প্রার্থী কোনো ব্যাংকে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে থাকলে তাকে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবেদন করতে পারবেন। তাদের ক্ষেত্রে বয়সসীমা ও অন্যান্য যোগ্যতা শিথিলযোগ্য। বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদপ্রাপ্ত হতে হবে।

বয়স: সর্বনিম্ন ৫০ বছর ও সর্বোচ্চ ৬০ বছর। অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা শিথিলযোগ্য।

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থী সরাসরি, ডাকযোগে কিংবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্রথীকে আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, বার কাউন্সিলের সদস্যপদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, পূর্ণ জীবনবৃত্তান্ত এবং দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাব্যবস্থাপক (এইচআর), জনতা ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ১১০ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।

আবেদনের সময়সীমা: ৮ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram