অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় একদিনে কমপক্ষে আরও ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৩৬০ জন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৩৩৯ জনে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ২১ হাজার।
রোববার (১৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু, যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে রয়েছেন। উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে এখনো অনেক এলাকায় পৌঁছাতে পারেননি।
উল্লেখ্য, গত ১৮ মার্চ ইসরায়েল নতুন করে গাজায় হামলা শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
প্রায় ১৫ মাস ধরে চলা সামরিক অভিযানের পর আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর প্রায় দুই মাস পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও, হামাসের সঙ্গে মতানৈক্য এবং গাজা থেকে সেনা প্রত্যাহার ইস্যুকে কেন্দ্র করে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ফের হামলা শুরু করে ইসরায়েল।