পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে সমর্থন জানিয়েছেন ভারতের বেশ কয়েকটি বিরোধী দলের নেতারা। ইতিমধ্যে হামলা নিয়ে দুদেশের মধ্যে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। খবর বিবিসির।
মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান–নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের পাল্টা হামলা ৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘জাতীয় ঐক্য ও সংহতি এখন সময়ের দাবি।’
তিনি জানিয়েছেন, গত মাসে ভারত-শাসিত কাশ্মীরে হামলার পর থেকে, তার দল সীমান্ত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে সশস্ত্র বাহিনী এবং সরকারের সাথে স্পষ্টভাবে দাঁড়িয়েছে।
এদিকে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসিও পাকিস্তানে ভারতের "সার্জিক্যাল স্ট্রাইক" কে স্বাগত জানিয়েছেন।