দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পৃথিবীর মাটিতে ফিরতে চলেছেন সুনীতা উইলিয়ামস এবং তার সহযোগী বুচ উইলমোর। মার্চ মাসের ১২ তারিখ ক্রিউ ১০ পাঠাতে যাচ্ছে নাসা। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, তারা ক্রিউ-১০-এর উৎক্ষেপণের তারিখ আরও এগিয়ে এনেছে। এর আগে ঠিক ছিল, মার্চের ২৫ তারিখ সুনীতাদের আনতে মহাকাশের উদ্দেশে পাড়ি দেবে ক্রিউ-১০ মহাকাশযান। এখন দিনটি এগিয়ে ১২ মার্চ করা হয়েছে। আপাতত সেই লক্ষ্য ধরেই এগোচ্ছে নাসা।
নাসার তরফে এও জানানো হয়েছে, ক্রিউ-১০ মিশন উৎক্ষেপণের আগে সামান্য কিছু কাজ বাকি আছে। মহাকাশে যাওয়ার জন্য যে ওই মহাকাশযান প্রস্তুত, তার শংসাপত্র পাওয়া বাকি। এজেন্সির কাছ থেকে সেই শংসাপত্র ১২ মার্চের আগেই আদায় করার চেষ্টা চলছে। নিজের বার্তায় দিন কয়েক আগেই সুনীতা জানিয়েছিলেন, মহাকাশে এতদিন থাকতে পেরে তাদের মন্দ লাগছে না। নিজেদের সেখানে বন্দি বলে তারা মনে করছেন না। এখানে তাদের জন্য খাবার, পানি সবই রয়েছে। এটিকে তারা নিজেদের বাড়ি বলেই মনে করছেন। যদি খুব মন খারাপ লাগে তাহলে স্পেস স্টেশনের বাইরে তারা একটু ঘুরে আসছেন। সেখানেও তাদের স্বাধীনতা রয়েছে। বর্তমানে সুনীতারা রয়েছেন ক্রিউ-৯ মহাকাশযানে। সুনীতা, বুচ ছাড়াও তাতে আছেন নাসার নভোশ্চর নিক হগ এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের নভোশ্চর আলেকজান্ডার গরবুনভ।
ক্রিউ-১০ মহাকাশে পৌঁছলে ক্রিউ-৯ থেকে এই চার মহাকাশচারী নতুন মহাকাশযানে উঠবেন। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলেই সুনীতাদের নিয়ে পৃথিবীর উদ্দেশে রওনা দেবে ক্রিউ-১০। গত বছরের জুন মাসে মাত্র আট দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন সুনীতা এবং বুচ। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ওই মহাকাশযানে আর ফিরতে পারেননি তারা। প্রায় আট মাস ধরে সুনীতারা মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে আছেন। ক্রিউ-১০ মহাকাশযান অবশ্য ফাঁকা অবস্থায় মহাকাশে যাবে না। তাতে থাকবেন আরও চার জন নভোশ্চর। নাসার তরফে অ্যান ম্যাক্লেন এবং নিকোল আয়ার্স, জাপানের তরফে তাকুয়া ওনিশি এবং রাশিয়ার তরফে কিরিল পেসকভ ক্রিউ-১০-এ মহাকাশে যাবেন।
সূত্র : এনডিটিভি