পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের সৌদি প্রবাসী মো. মোসলেম ওরফে মুসা (৩২) সৌদি-কুয়েত সীমান্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বুধবার সৌদি আরবের একটি হাসপাতালে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুসা চলতি ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখে দেশে আসার কথা ছিল।
এর আগে শুক্রবার রাত ৮ টার দিকে সৌদি-কুয়েত সীমান্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। মোসলেম ওরফে মুসা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের কোড়ালিয়া এলাকার মোস্তফা মাঝির ছেলে। তিনি ৮ বছর আগে সৌদি আরবে যান।
পরিবার সূত্রে জানা গেছে, মুসা দীর্ঘ বছর আগে কাজের সন্ধানে বাড়ি থেকে সৌদি আরবে পাড়ি দেন। সেখানে কাজ করে ভালোই চলছিলো এবং বাড়ির খোঁজ-খবরও নিয়েছে। যখন সে বাড়িতে আসবে তার দেড় সপ্তাহ আগেই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। পরিবারর হাল ধরে দীর্ঘ বছর পর যখন বাড়িতে মা-বাবার সাথে দেখা করতেন আসবেন তখনই ঘটেছে বিপত্তি, সড়ক কেড়ে নিয়েছে জীবন।
আরো জানা গেছে, গত তিন মাস আগে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচুকটি এলাকার এক সৌদি প্রবাসীর মেয়ের সঙ্গে পারিবারিক সম্মতিতে মোবাইল ফোনে বিয়ে হয় মুসার। চলতি ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ দেশে এসে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নববধূকে বাড়িতে তুলে আনার কথা ছিল। সে অনুযায়ী বিমানের টিকিটও কাটা ছিল তাঁর। সৌদি আরব থেকে ফিরে এসে নববিবাহিত স্ত্রীকে আর দেখা হলো না মুসার।
মুসার বড় ভাই সৌদি প্রবাসী হিরু জানান, গত ৮ বছর আগে মোসলেম ওরফে মুসা কাজের সন্ধানে সৌদি আরবে যায়। সেখানে গাড়ি কিনে ভাড়ায় চালাতেন। গত শুক্রবার রিয়াদ থেকে এক যাত্রী নিয়ে কুয়েত সীমান্তের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা এক সৌদি নাগরিকের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তার গাড়িতে থাকা যাত্রী ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মুসাকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।