ঢাকা
৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৩:১০
logo
প্রকাশিত : আগস্ট ৪, ২০২৫

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: শাহরুখ-রানী-বিক্রান্ত কত টাকা পাবেন?

গত ১ আগস্ট ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে দেশটি। ফিচার ও নন-ফিচার—দুটি বিভাগে আলাদা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ আসরে দুটো ভাগে বিজয়ীদের পদক প্রদান করা হয়ে থাকে। এক. স্বর্ণ কমল (গোল্ডেন লোটাস)। দুই. রজত কমল (সিলভার লোটাস)। স্বর্ণ কমল বিজয়ীদের প্রত্যেককে ৩ লাখ রুপি এবং রজত কমল বিজয়ীদের প্রত্যেককে ২ লাখ রুপি পুরস্কার দেওয়া হয়।

স্বর্ণ কমল বিজয়ীরা
সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ‘টুয়েলভথ ফেল’ সিনেমা। এটি প্রযোজনা করেছে ভিসি ফিল্মস এলএলপি। এটি পরিচালনা করেছেন বিধু বিনোদ চোপড়া। সিনেমাটি স্বর্ণ কমল পুরস্কার পেয়েছে। এজন্য ৩ লাখ রুপি প্রদান করা হবে। সেরা বিনোদনমূলক চলচ্চিত্র ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’। এটি প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশনস। পরিচালনা করেছেন করন জোহর। এ সিনেমাও স্বর্ণ কমল পুরস্কারের ৩ লাখ রুপি পাবে।

সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন সুদীপ্ত সেন। ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার জন্য পুরস্কারটি পেয়েছেন তিনি। স্বর্ণ কমল পুরস্কারের অর্থমূল্য ৩ লাখ রুপি। সেরা নবাগত পরিচালকের পুরস্কার পেয়েছেন আশীষ বেন্দে। মালায়ালাম ভাষার ‘আচমাপেলেট’ সিনেমার জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি। এ নির্মাতাও ৩ লাখ রুপি পুরস্কার পাবেন।

রজত কমল বিজয়ীরা
সেরা অভিনেতা বিভাগে যৌথভাবে পুরস্কারটি পেয়েছেন শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসি। রজত কমল পুরস্কারের অর্থমূল্য ২ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৭৬ হাজার টাকা)। এই অর্থ সমানভাবে ভাগ করে নেবেন শাহরুখ-বিক্রান্ত। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি। পুরস্কার হিসেবে এ অভিনেত্রী পাবেন ২ লাখ রুপি। সেরা পার্শ্ব অভিনেতার (যৌথভাবে) পুরস্কার পেয়েছেন বিজয়রাঘবন (পুকালাম), মুথুপেত্তাই (পার্কিং)। শাহরুখ-বিক্রান্তের মতো তারাও ২ লাখ রুপি সমানভাবে ভাগ করে নেবেন। সেরা পার্শ্ব অভিনেত্রীর (যৌথভাবে) পুরস্কার পেয়েছেন উর্বশী রাউতেলা (উল্লোজুক্কু), জানকি বোদিওয়ালা (ভাস)। ২ লাখ রুপি এই দুই অভিনেত্রী সমানভাবে ভাগ করে নেবেন। সেরা প্লেব্যাক গায়ক ও সেরা প্লেব্যাক গায়িকার পুরস্কার পেয়েছেন যথাক্রমে এস রোহিত, শিল্পা রাও। তারা প্রত্যেকে ২ লাখ রুপি করে অর্থমূল্য পাবেন।

বলিউড বাদশা শাহরুখ খান অভিনয় গুণে মুঠো মুঠো ভালোবাসা কুড়ালেও এটিই তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘জওয়ান’ সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। এর মধ্য দিয়ে ৩৩ বছরের অধরা স্বপ্ন পূরণ হলো শাহরুখের।

২০২৩ সালের ২২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা। এতে শাহরুখের বিপরীতে অভিনয় করেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এটি পরিচালনা করেন অ্যাটলি কুমার। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল এটি।

বিধু বিনোদ চোপড়া নির্মিত আলোচিত সিনেমা ‘টুয়েলভথ ফেল’। ২০২৩ সালের ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর চর্চায় পরিণত হয় সিনেমাটি। অল্প বাজেটে নির্মিত সিনেমাটি দারুণ ব্যবসা করে। সিনেমাটিতে বিক্রান্ত ম্যাসির অভিনয় ভীষণ প্রশংসা কুড়ায়। এ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বিক্রান্ত।

রানী মুখার্জি অভিনীত সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। ২০২৩ সালের ১৭ মার্চ মুক্তি পায় এটি। সাগরিকা ভট্টাচার্যর জীবন নিয়ে নির্মিত হয়েছে এটি। সিনেমাতে সাগরিতা চরিত্রে অভিনয় করেন রানী। এ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী।
তথ্যসূত্র: ডিএনএ

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram