প্রতি বছর বলিউডে নতুন মুখের আগমন ঘটে। কেউ অভিনয়শিল্পী, কেউবা পরিচালক হিসবে পা রাখেন। তাদের অনেকে নিজ গুণে জ্বলে উঠেন, আবার অনেকে হারিয়ে যান। নবাগত আহান পান্ডে তেমনি একজন।
মোহিত সুরি নির্মিত রোমান্টিক ঘরানার ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে কয়েক দিন আগে বলিউডের রুপালি জগতে পা রেখেছেন আহান। তবে হারিয়ে যেতে নয়, রীতিমতো জ্বলে উঠেছেন তিনি। দর্শক হৃদয়ে যেমন নাড়া দিয়েছেন, তেমনি বক্স অফিসে ঝড় তুলেছেন এই নবাগত। কিন্তু আহান পান্ডের পরিবারকে কতটা জানেন?
১৯৯৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন চিক্কি পান্ডে-ডিন পান্ডে। এ দম্পতির দুই সন্তান। ১৯৯৫ সালে জন্মগ্রহণ করেন কন্যা আলানা পান্ডে। ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন আহান পান্ডে। আলানা অভিনয়ে আসেননি, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার হিসেবে খ্যাতি কুড়িয়েছেন। অন্যদিকে, অভিনয়ে পা রেখে নিজেকে প্রমাণ করলেন ২৭ বছরের আহান পান্ডে।
বলিউডের জনপ্রিয় অভিনেতা চাঙ্কি পান্ডের ছোট ভাই চিক্কি পান্ডে। ১৯৬৬ সালের ১৩ নভেম্বর, মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। ‘অক্ষরা ফাউন্ডেশন অব আর্টস অ্যান্ড লার্নিং’-এর সহ-প্রতিষ্ঠাতা তিনি। রঞ্জিত দেশমুখের সঙ্গে এই ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা সহায়তা করে থাকেন। চিক্কি পান্ডে কেবল একজন ব্যবসায়ী নন, তিনি স্টিল কনজিউমার্স কাউন্সিল, যোগাযোগ মন্ত্রণালয়ের টেলিফোন উপদেষ্টা কমিটির সদস্য হিসেবেও কাজ করেন। অনেকেই জানেন না, চিক্কি পান্ডে হলেন সেই ব্যক্তি যে, বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে শাহরুখ খান এবং সালমান খানের দ্বন্দ্ব অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
ডিন পান্ডে
আহান পান্ডের মা ডিন পান্ডে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর ক্যারিয়ার পরিবর্তন করে স্বাস্থ্য ও সুস্থতার জন্য কাজ শুরু করেন। অস্ট্রেলিয়া থেকে ফিটনেস বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। ডিন পান্ডে ভারতের প্রথম ব্যক্তি যে, ব্যক্তিগত প্রশিক্ষক হিসেবে আন্তর্জাতিকভাবে সার্টিফিকেট লাভ করেন। শুধু তাই নয়, ‘আই অ্যাম নট স্ট্রেসড’, ‘শাট আপ অ্যান্ড ট্রেন’-এর মতো বেস্টসেলার বইয়ের লেখক তিনি। এ দুটো বই সুস্থতা বিষয়ক। মিস ইন্ডিয়া প্রতিযোগীদের সঙ্গেও কাজ করেছেন ৫৬ বছরের ডিন।
বেশ আগে বলিউডে পা রেখেছেন চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে। বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমাও উপহার দিয়েছেন তিনি। আহান-অনন্যা সম্পর্কে চাচাতো ভাই-বোন। আহান পান্ডে অভিনীত ‘সাইয়ারা’ সিনেমা দেখে অঝোরে কেঁদেছেন এই অভিনেত্রী।
তথ্যসূত্র: পিঙ্কভিলা