ঢাকা
৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:২০
logo
প্রকাশিত : অক্টোবর ৩০, ২০২৫

ফের ঢাকায় আসছেন অরিজিৎ সিং

ভারতের জনপ্রিয় সংগীত তারকা অরিজিৎ সিং ঢাকায় আসছেন- এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। বিষয়টি নিয়ে আগ্রহ এখন তুঙ্গে ভক্তদের মধ্যে।

 ট্রিপল টাইম কমিউনিকেশনস নামের একটি প্রতিষ্ঠান একটি ভোটিং পোল-সংক্রান্ত পোস্ট করার পর থেকেই এই গুঞ্জন শুরু হয়। এছাড়া পোস্টটি শেয়ার করে একটি ভিডিও প্রকাশ করে টিকেট টুমোরো নামের একটি পেজ। যেখানে অরিজিৎ সিংয়ের বিভিন্ন শো-এর ক্লিপ কেটে দেখানো হয়। ভিডিওতে লেখা ছিল, ‘বাংলাদেশে অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট বাস্তবে ঘটুক, সেই আকাঙ্ক্ষা প্রকাশ’। এরপর থেকেই গুঞ্জন আরও জোরালো হয়, অরিজিৎ সিং বুঝি সত্যিই আসছেন ঢাকায়!

 এ বিষয়ে ট্রিপল টাইম কমিউনিকেশনস গণমাধ্যমকে জানায়, আমরা কোনো আয়োজন করার আগে শ্রোতাদের পছন্দ বুঝে নেওয়ার চেষ্টা করি- কে বেশি জনপ্রিয়, কাকে তারা দেখতে চান। সেই কারণেই এই ভোটিং পোস্ট দেওয়া হয়েছিল। এখনো কিছু চূড়ান্ত হয়নি। আনুভ জেইনের ইভেন্টের পর সেটাই হবে আমাদের পরবর্তী পরিকল্পনা। তবে সামনে জাতীয় নির্বাচন থাকায় এর আগে নতুন ইভেন্টের সম্ভাবনা কম। এ ছাড়া পোস্টটি দেওয়ার পর অনেকে ধরে নিয়েছেন আমরা অরিজিৎ সিংকেই আনছি। কিন্তু এটি শুধু একটি ভোটিং পোস্ট মাত্র, এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।

এর আগে ২০১৬ সালে ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ কনসার্টে গান পরিবেশন করেছিলেন এই সংগীতশিল্পী।

 অরিজিৎ সিং ১৯৮৭ সালের ২৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্মগ্রহণ করেন। ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’ রিয়েলিটি শোর মাধ্যমে সংগীতজগতে পরিচিতি পান তিনি। এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন ভারতীয় উপমহাদেশের অন্যতম জনপ্রিয় গায়ক।

বর্তমানে বলিউড সিনেমার প্লেব্যাকের জন্য তিনি গানপ্রতি ৮ থেকে ১০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকা) পারিশ্রমিক নেন। কনসার্টের জন্য তার পারিশ্রমিক প্রায় দেড় কোটি রুপি।

এ পর্যন্ত অরিজিৎ সিং একবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, এবং তিনবার ফিল্মফেয়ার বাংলা অ্যাওয়ার্ডে সেরা গায়ক হিসেবে সম্মাননা পেয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram