ঢাকা
৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ১১:০৩
logo
প্রকাশিত : আগস্ট ২, ২০২৫

জুনিয়র এনটিআর কত কোটি টাকার মালিক?

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। তার পরিবার দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক প্রভাবশালী। এ অভিনেতার বাবা নান্দামুরি হরিকৃষ্ণ ও দাদা এনটি রামা রাও একাধারে দাপুটে অভিনেতা ও রাজনীতিবিদ ছিলেন। তাদের পথ অনুসরণ করে রুপালি জগতে পা রাখেন জুনিয়র এনটিআর।

বাবা-দাদার মতো মেধা আর পরিশ্রম দিয়ে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। শিশুশিল্পী হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেই ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন এই তারকা। পরবর্তীতে ‘টেম্পার’, ‘সাম্বা’, ‘জনতা গ্যারেজ’, ‘ট্রিপল আর’-এর মতো সিনেমা উপহার দেন। জুনিয়র এনটিআর কত টাকার মালিক তা কী জানেন?

আইডিভার একটি প্রতিবেদন অনুযায়ী, জুনিয়র এনটিআরের হায়দরাবাদের জুবিলি হিলসে একটি প্রাসাদসম বাড়ি রয়েছে, যার মূল্য প্রায় ২৫ কোটি রুপি। একটি ব্যক্তিগত জেট বিমানের মালিক তিনি। যার দাম ৮০ কোটি রুপি। তাছাড়াও জুনিয়র এনটিআরের গ্যারেজে শোভা পাচ্ছে বেশ কিছু বিলাসবহুল গাড়ি।

১. একটি ল্যাম্বোরগিনি উরুস (মূল্য ৫ কোটি রুপি)।
২. একটি বিএমডব্লিউ।
৩. একটি রেঞ্জ রোভার (মূল্য ২ কোটি রুপি)।
৪. একটি মার্সিডিজ বেঞ্জ (মূল্য ১ কোটি রুপি)।
৫. একটি পোরশে (মূল্য ১ কোটি রুপি)

জুনিয়র এনটিআর বিলাসবহুল ঘড়ি পরতে ভালোবাসেন। তার সংগ্রহে বেশ কটি ব্যয়বহুল ঘড়ি রয়েছে।
১. একটি পাটেক ফিলিপ নটিলাস ৪০ এমএম মডেলের ঘড়ি (মূল্য আড়াই কোটি রুপি)।
২. একটি রিচার্ড মিলে ঘড়ি (মূল্য ৪ কোটি রুপি)।

জুনিয়র এনটিআরের মোট সম্পত্তি
নিউজ২৪ এক প্রতিবেদনে জানিয়েছে—২০২৫ সালের হিসাব অনুযায়ী, জুনিয়র এনটিআরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৯৮ কোটি ৯৬ লাখ টাকা)। সিনেমায় অভিনয়, ব্র্যান্ড প্রোমোশন এবং ব্যবসা থেকে এই অর্থ আয় করেছেন তিনি। প্রতি সিনেমার জন্য ৪৫-৮০ কোটি রুপি পারিশ্রমিক নেন বলে জানা গেছে।

জুনিয়র এনটিআরের একটি প্রযোজনা সংস্থা আছে, যার নাম নান্দামুরি তারকা রামারাও আর্টস। তেলুগু টাইটানস নামে একটি কাবাডি দলের মালিক এই অভিনেতা। তাছাড়া শমশাবাদে একটি ফিল্ম স্টুডিওতেও বিনিয়োগ করেছেন জুনিয়র এনটিআর।

জুনিয়র এনটিআর ব্যক্তিগত জীবনে প্রণতির সঙ্গে ঘর বেঁধেছেন। তবে তিনি শোবিজ অঙ্গনের কেউ নন। তবে খুব প্রভাবশালী পরিবারের মেয়ে প্রণতি। ২০১১ সালে পারিবারিক আয়োজনে মালাবদল করেন তারা। এসময় জুনিয়র এনটিআরের বয়স ছিল ২৬ বছর আর প্রণতির ১৮। এ সংসারে তাদের দুটো পুত্রসন্তান রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram