ঢাকা
২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৭:৪৮
logo
প্রকাশিত : মার্চ ২৫, ২০২৫

আপত্তিকর ছবি পাঠিয়ে অভিনেত্রীকে হুমকি, অতঃপর…

আপত্তিকর ছবি নিয়ে সাইবার ক্রাইমের শিকার হয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির মাধ্যমে খ্যাতি লাভ করা ইরানি মডেল ও অভিনেত্রী এলনাজ নরৌজি। এ কারণে ভীত-সন্ত্রস্ত হয়ে উদ্বিগ্নতায় রয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী এ ইরানি অভিনেত্রী বলেন, গত ১৮ জানুয়ারি অজ্ঞাত এক ব্যক্তির একটি ই-মেইল আসে। সাধারণত আমি সব ই-মেইল খুলি না। কিন্তু এই ই-মেইলে আমার পাসওয়ার্ড লেখা ছিল, এ কারণে এটি খুলি।

অভিনেত্রী এলনাজ বলেন, ই-মেইলে বার্তাসহ আমার আপত্তিকর একটি ছবি দেখতে পাই। তাতে লেখা ছিল―আমার কাছে আপনার ছবি রয়েছে। এসব ছবি অনলাইনে ছড়িয়ে পড়ুক, যদি এমনটা না চান তাহলে যত দ্রুত সম্ভব রিপ্লাই দিন। আর যদি তা না করেন, তাহলে পরবর্তী ই-মেইলে আপনার ছড়িয়ে পড়া ছবির লিংক যুক্ত করা হবে।

অনলাইনে এই হুমকি পাওয়ার পরই তাৎক্ষণিক সাইবার ক্রাইম সেলে যোগাযোগ করেন এলনাজ নরৌজি। এ ঘটনায় সংশ্লিষ্টরা তদন্ত করে জানতে পেরেছেন, সুইজারল্যান্ডের একটি সার্ভর থেকে এ অভিনেত্রীকে ই-মেইল পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তদন্তকারী দল এর বেশি তথ্য জানাতে পারেননি। তারপর থেকেই ভীত-সন্ত্রস্ত্র জীবনযাপন করছেন তিনি।

এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তারা অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেন। তার কাছে জানতে চান, অপরিচিত কোনো লিংকে তিনি ক্লিক করেছিলেন কিনা? উত্তরে এলনাজ নরৌজি জানান, অনলাইনে অপরিচিত একটি ফরম পূরণ করেছিলেন। তারপর সাইবার ক্রাইম টিম অভিনেত্রীর বাসা পরিদর্শন করেন এবং ডেটা ব্যাকআপ করেন। এমনকি তার সব পাসওয়ার্ড আপডেট করেন, যা বর্তমানে প্রতি মাসে পরিবর্তন করেন তিনি।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৯ জুলাই ইরানের তেহরানে জন্মগ্রহণ করেন এলনাজ নরৌজি। জন্মের পরপরই জার্মানিতে পাড়ি জমান তার মা-বাবা। এ কারণে জার্মানির নাগরিক এলনাজ। মাত্র ১৪ বছর বয়সে অভিনয়ে অভিষেক হয় তার। স্নাতক ডিগ্রি অর্জনের পর ভারতে চলে আসেন। ২০১৭ সালে উর্দু ভাষার ‘মা জোনা’ সিনেমার মাধ্যমে পাকিস্তানি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন। আর ‘সেকরেড গেমস’ ওয়েব সিরিজের মাধ্যমে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ হয় তার।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram