ঢাকা
১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২৭
logo
প্রকাশিত : ডিসেম্বর ১৬, ২০২৪

ভারতের ৭ তারকার কারাভোগের গল্প

চলতি মাসে হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে ‘পুষ্পা টু’ সিনেমা দেখতে গিয়ে পদদলিত হয়ে মারা যান ৩৯ বছরের এক নারী। গত ১৩ ডিসেম্বর সকালে এ মামলায় গ্রেপ্তার করা হয় তেলেগু সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে। নানা জটিলতার পর হাইকোর্ট থেকে জামিন পান এই ‘পুষ্পা’ তারকা।

জামিন পেলেও সেদিন কারামুক্ত হতে পারেননি আল্লু অর্জুন। বরং একদিন কারাভোগের পর ১৪ ডিসেম্বর সকালে জেল থেকে ছাড়া পান আল্লু অর্জুন। আল্লু অর্জুন ছাড়াও বলিউডের অনেক তারকা কারাভোগ করেছেন। কেউ কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য, কেউ বা মারপিট করে কারাভোগ করেছেন। এমন কয়েকজন বলিউড তারকাকে নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

সঞ্জয় দত্ত
১৯৯৩ সালে মুম্বাইয়ে সিরিজ বোমা হামলায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে ৬ বছরের কারাদণ্ড দেন আদালত। পরে সুপ্রীম কোর্ট সাজা কমিয়ে ৫ বছর করেন। কারাগারে ভালো ব্যবহার করার জন্য কারা কর্তৃপক্ষ আরো ৮ মাস তার সাজা কমিয়ে দেন। ২০১৬ সালে কারামুক্ত হন সঞ্জয় দত্ত।

সালমান খান
বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন দুটো কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে তার ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১৯৯৮ সালের অক্টোবর থেকে ২০০৭ সালের আগস্ট পর্যন্ত এ মামলার কারণে ১৮ দিন কারাভোগ করেন সালমান খান। ২০০২ সালে ‘হিট অ্যান্ড রান’ মামলায় তাকে ২ বছরের সাজা দেন আদালত।

সাইফ আলী খান
২০১২ সালের ২২ ফেব্রুয়ারি কারিনা কাপুর, কারিনার বোন কারিশমা কাপুর, মালাইকা অরোরা খান, অমৃতা অরোরা এবং আরো দুজন বন্ধুসহ মুম্বাইয়ের তাজ হোটেলে খেতে গিয়েছিলেন সাইফ আলী খান। সেখানে দক্ষিণ আফ্রিকার এক ব্যবসায়ী এবং তার শ্বশুরকে মারধরের অভিযোগে বলিউড অভিনেতা সাইফ আলী খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এ মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। ৩ হাজার রুপি বন্ড দিয়ে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর মুক্ত হন পাতৌদি ছোট নবাব সাইফ আলি খান।

ফারদিন খান
বলিউডের জনপ্রিয় অভিনেতা ও নামি পরিবারের সন্তান ফারদিন খান। ২০০১ সালে কোকেন রাখার দায়ে তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। মাদক মামলায় ৩ দিন কারাভোগ করেন ফারদিন খান। এগারো বছর পর অর্থাৎ ২০১২ সালে মুম্বাইয়ের দায়রা আদালত এ মামলা থেকে ফারদিনকে অব্যাহতি দেন।

রাজপাল যাদব
বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। ২০১০ সালে পরিচালক হিসেবে তার প্রথম সিনেমার জন্য এক ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি রুপি নিয়েছিলেন। কিন্তু নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও টাকা পরিশোধ করেননি। পরে ওই ব্যবসায়ী তার বিরুদ্ধে মামলা করেন। ২০১৩ সালের ২ ডিসেম্বর এ মামলার শুনানি হয়। আদালতে যাদব যে কাগজপত্র জমা দিয়েছিলেন তার তথ্য মিথ্যা ছিল এবং তার স্ত্রীর সাক্ষরও ভুয়া ছিল। আদালত এই অপরাধে যাদবকে ১০ দিনের কারাদণ্ডাদেশ দেন। এ বিষয়ে আপিল করলে হাইকোর্টের একটি ডিভিশনাল বেঞ্চ তার আপিল বাতিল করেন। ২০১৩ সালের ৩ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর চারদিন কারাভোগ করেন এই অভিনেতা।

রিয়া চক্রবর্তী
২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ। এই ঘটনায় প্রথমেই আঙুল ওঠে তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। কারণ বান্দ্রার সেই ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন সুশান্ত ও রিয়া। যদিও সুশান্তের মৃত্যুর কিছুদিন আগে তাদের বিচ্ছেদ হয়েছিল বলে খবর রটেছিল। এ ঘটনায় মাদকযোগে জড়ায় রিয়ার নাম। সেই অভিযোগের ভিত্তিতে ২০২০ সালের ৮ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় রিয়াকে। তারপর এক মাস কারাভোগ করেন এই অভিনেত্রী। একই বছরের ৭ অক্টোবর বম্বে হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হন। চলতি বছরের অক্টোবরে এ মামলা থেকে অব্যাহতি পান রিয়া চক্রবর্তী।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram