ঢাকা
১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৯:০২
logo
প্রকাশিত : মে ১৫, ২০২৫

কমনওয়েলথ ছোটগল্প প্রতিযোগিতায় এশিয়া অঞ্চলের বিজয়ী বাংলাদেশের ফারিয়া বাশার

কমনওয়েলথ শর্ট স্টোরি পুরস্কার ২০২৫-এর পাঁচজন আঞ্চলিক বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। এ ক্যাটাগরিতে এশিয়া অঞ্চল থেকে বিজয়ী হয়েছেন বাংলাদেশের লেখক ফারিয়া বাশার। এই প্রথমবারের মতো এশিয়া অঞ্চলের বিজয়ী হলেন কোনো বাংলাদেশি লেখক।

কমনওয়েলথ ফাউন্ডেশনের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ফারিয়া বাশার তার পরাবাস্তব গল্প ‘অ্যান আই অ্যান্ড আ লেগ’-এর জন্য এশিয়া অঞ্চলের সেরা ছোটগল্পকার হিসেবে জয়ী হয়েছেন।

ছোটগল্প ক্যাটাগরিতে অন্যান্য অঞ্চলের বিজয়ীরা হলেন– জোশুয়া লুবওয়ামা (উগান্ডা, আফ্রিকা অঞ্চল), চ্যানেল সাদারল্যান্ড (কানাডা/সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স, কানাডা ও ইউরোপ অঞ্চল), সুবরাজ সিং (গায়ানা, ক্যারিবিয়ান অঞ্চল) ও ক্যাথলিন রিজওয়েল (অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর অঞ্চল)।

এ বছর রেকর্ড ৭ হাজার ৯২০ জন প্রতিযোগীর মধ্য থেকে পাঁচ অঞ্চলের বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে। এই পাঁচজন আঞ্চলিক বিজয়ী এখন চূড়ান্ত পর্বের বিচার পর্যায়ে প্রতিযোগিতা করবেন।

২০২৫ সালের ২৫ জুন বিশ্বের সবচেয়ে গ্লোবাল সাহিত্য পুরস্কারের চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এরপর সাহিত্য সাময়িকী গ্র্যান্টাতে প্রকাশিত হবে তাদের গল্প।

কমনওয়েলথ ফাউন্ডেশনের তথ্যানুসারে, ফারিয়া বাশার বাংলাদেশি বংশোদ্ভূত লেখক। জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি ফিলিপাইন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ২৫ বছর বয়সী এই লেখক।

এর আগে, কমনওয়েলথ শর্ট স্টোরি পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছিল বাংলাদেশের বেশ কয়েকজন কিন্তু তাদের কেউই এশিয়া অঞ্চল থেকে বিজয়ী হতে পারেননি। এই তালিকায় আছেন– সুমন রহমান (নিরপরাধ ঘুম, ২০১৬), ইমরান খান (দ্য জ্যামিতিক উইজার্ড, ২০১৮), সাগুফতা শারমীন তানিয়া (হোয়াট মেন লাইভ বাই, ২০২২), আরমান চৌধুরী (ডেফিশিয়েন্সি নোটিস, ২০২৩)।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram