রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ১৬-১৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বায়োসাইন্স কনফারেন্স এন্ড কার্নিভ্যাল।
এ উপলক্ষে মঙ্গলবার (১৩ মে) রাঙামাটি প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রাবিপ্রবি’তে প্রথমবারের মতো বিস্তারিত তথ্য তুলে ধরেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ১৬-১৮ মে ২০২৫ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বায়োসাইন্স কনফারেন্স ও কার্নিভ্যাল, যেখানে প্রায় ৩৫০ এর অধিক বিজ্ঞানী এবং গবেষকগণ তাদের গবেষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছেন। তরুণ বিজ্ঞানীরা উপস্থাপন করতে যাচ্ছেন নতুন নতুন আইডিয়া এবং বাংলাদেশে বিজ্ঞান উন্নতিকল্পে থাকছে বিজ্ঞান বিতর্ক। রাঙামাটিতে প্রথমবারের মতো আয়োজিত এই কনফারেন্সে দেশ বিদেশের এত বিপুল সংখ্যক বিজ্ঞানীদের আশাতীত রকমের আগ্রহ আমাদের জন্য সত্যিই এক যুগান্তকারী ঘটনা। যার মূল আয়োজনে রাবিপ্রবির সাথে থাকছে বাংলাদেশ বায়োসেফটি এন্ড বায়োসিকিউরিটি সোসাইটি।
লিখিত বক্তব্যে উপাচার্য আরো বলেন, এই সম্মেলনের প্রথমদিনে উদ্বোধনী অনুষ্ঠান হতে যাচ্ছে রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে ১৬ মে দুপুর ২.৩০ মিনিটে। কনফারেন্সের প্লেনারী সেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশের বিশিষ্ট জীন বিজ্ঞানী, বহুব্রীহি ধানের আবিস্কারক ড. আবেদ চৌধুরী। স্বাস্থ্য ও কৃষিতে ইনোভেশন বিষয়ে বাংলাদেশে যে গবেষণা হচ্ছে সেগুলোর ফলাফল উপস্থাপন, তার প্রায়োগিক সম্ভাবনা এবং নতুন বিজ্ঞানীদের সম্পৃক্ত করার এ মিশনের দ্বিতীয় এবং তৃতীয় দিনে ওরাল এবং পোস্টার প্রেজেন্টেশন ছাড়াও কনফারেন্সের তৃতীয় দিনে নবীন বিজ্ঞানীদের জন্য থাকছে বায়োসাইন্স কার্নিভাল।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন সূচনা আখতার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ধীমান শর্মা, প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা এবং রাঙ্গামাটিস্থ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।