ঢাকা
৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৭, ২০২৫

একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে রকিবুল ইসলামের ‘সাদা ক্যানভাস’

এবারের বইমেলায় যত বই প্রকাশিত হয়েছে তার মধ্যে অন্যতম রফিকুল ইসলামের লেখা সাদা ক্যানভাস। নতুন বইয়ের ঘ্রাণে মাসব্যাপী এই মেলার জন্য বছরজুড়ে অপেক্ষায় থাকেন পাঠক, লেখক ও প্রকাশক। প্রতিবছর বইমেলায় নতুন লেখকদের বই আসে। তাই সব মিলিয়ে বইমেলা কোটি বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা।

কিছু বই পড়ার শেষে পাঠকের মনে রেশ থেকে যায়। আর সেটা পাঠককে অন্য জগতে নিয়ে যায়। নিয়মিত যেহেতু বই পড়া হয় তাই বইমেলায় নতুন লেখকদের বইগুলোও বাদ যায় না। ডিজিটাল এই যুগে লেখকদের বই প্রকাশের খবর জেনে নেওয়া সহজ হয়ে গেছে। আর একই সঙ্গে পাঠকও সহজ ভাবনায় তার ভালো কিংবা মন্দ লাগার খবর জানাতে পারেন। এবারের বই মেলায় ‘সাদা ক্যানভাস’ বইটা নজরে আসে। এটাকে এক বাক্যে কবিতা কিংবা গল্পের বই বলা যাবে না। লেখক তার আবেগের জায়গা থেকে কখনো গল্পে আর কখনো ছন্দ দিয়ে তার ভাব প্রকাশ করেছেন।

‘সাদা ক্যানভাস’ বইয়ের লেখক রকিবুল ইসলাম ছাবি। লেখকের দর্শন আর বাস্তব জগতের মিল বেশ ভাবিয়েছে। কিছু লেখা পড়তে গিয়ে মনে হয়েছে এটা আমারই গল্প যেটা বলা হয়নি। কিছু কবিতা মনে করিয়ে দিয়েছে সম্পর্কের টানাপোড়েনের চক্রকে। মানবজীবনের প্রতিটি ধাপ আলাদা তবে অদ্ভুত ভাবে মনে হয়েছে ‘সাদা ক্যানভাস’-এ সেটা ধরা দিয়েছে বর্ণ হয়ে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram