ঢাকা
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ১১:২৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৫

ফুলবাড়িয়ার ঢাবি পড়ুয়াদের ‘ডুসাফ’ এর নেতৃত্বে অপু-খালিদ

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়ুয়া ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসসিয়েশন অব ফুলবাড়িয়ার (ডুসাফ) এর ২০২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আতাউর রহমান অপু ও এইচ এম খালিদ হাসান। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোস্তাফিজ শাকিল। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংগঠনটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। পরে সংগঠনটির সাবেক সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ইডেন মহিলা কলেজের প্রভাষক হাফিজুল ইসলাম।

১৯৭৯ সালের প্রতিষ্ঠিত ডুসাফ-এ এবছরই প্রথম সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হলো। নির্বাচনে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আতাউর রহমান অপু এবং সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজ শাকিল।

তবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এইচ এম খালিদ হাসান এবং হুমায়ুন আহমেদ। নির্বাচনে খালিদ হাসান বিপুল ভোটে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। প্রতিষ্ঠার পরে এই প্রথম শিক্ষার্থীরা প্রত্যক্ষ ভোট দিতে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করেন।

নবনির্বাচিত সভাপতি অপু বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের হাজী মুহম্মদ মুহসিন হল, সাধারণ সম্পাদক খালিদ লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ সেশনের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং সাংগঠনিক সম্পাদক শাকিল ভাষাবিজ্ঞান বিভাগের কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী।

নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান অপু বলেন, আমি ব্যক্তিগতভাবে প্রতিটি দায়িত্বকেই আমার জন্য এক-একটি আমানত মনে করি। আমার ডুসাফের ভাই এবং বোনেরা আমার কাছে যে আমানত অর্পণ করেছে সে আমানতের হেফাজত করার সর্বোচ্চ চেষ্টা আমি করব। ইনশাআল্লাহ প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী নয় বরং পরস্পরের সহযোগী হয়ে আগামী দিনে ডুসাফকে শিক্ষার্থীদের জন্য কল্যাণকর এবং কার্যকর একটি প্লাটফর্ম হিসেবে গড়ে তুলতে সক্ষম হব৷

সাধারণ সম্পাদক এইচ এম খালিদ হাসান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ডুসাফের ইতিহাসে এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এতে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর ফলে আমার উপর যে দায়িত্বের বোঝা এসেছে তা বহনে সকলের সহযোগিতা কামনা করছি। আমরা সকলে মিলে ডুসাফকে এগিয়ে নিবো এবং সকলের কাছে একটি গ্রহণযোগ্য অরাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করব। নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আয়োজনের মাধ্যমে সংগঠনকে আরও প্রাণবন্ত করার সর্বোচ্চ চেষ্টা করে যাবো।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram