ঢাকা
১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১:৪৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৩, ২০২৫

ঢাবির ভূগোল বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন ২৮ ফেব্রুয়ারি

ঢাবি প্রতিনিধি: আগামী ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার ৭৬ বছরে পদার্পণ করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ। এ উপলক্ষে এদিন ৭৫ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে বিভাগটি। দিনব্যাপী এই অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে, যা সকাল সাড়ে ৯টা শুরু হয়ে রাত পর্যন্ত চলবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটি।

সংবাদ সম্মেলনে ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক ও বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শহীদুল ইসলাম বলেন, আমাদের বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে এমন কিছু ইভেন্ট থাকবে যা বিভাগের অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীরা দীর্ঘদিন মনে রাখতে পারে। আমরা অবশ্যই অ্যাকাডেমিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে এসব আয়োজন করব। আমাদের অ্যালামনাই ও বর্তমানদের মিলনমেলার জন্য সুন্দরভাবে প্রোগ্রামটা সাজানো হবে। আমাদের এই ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা খুবই প্রতিভাবান। আমাদের অ্যালামনাই ও তাদের পরিবারে অনেক শিল্পী রয়েছে, যাদের মাধ্যমে একটা মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ তার গৌরবময় ৭৫ বছর পূর্ণ করেছে। ১৯৪৮ সালে ড. নাফিস আহমেদের নেতৃত্বে বিভাগটি কার্জন হলের ভূতত্ত্ব বিভাগের দু'টি কক্ষ নিয়ে যাত্রা শুরু করে। পরে এটি ধীরে ধীরে বিস্তৃত হয়ে বর্তমান ভবনে স্থানান্তরিত হয়। দীর্ঘ এই সময়ে বিভাগটি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণের মাধ্যমে দেশে-বিদেশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জানিয়েছেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসিবৃন্দ এবং ট্রেজারার মহোদয় উপস্থিত থাকবেন বলে আশা করছি। এছাড়াও দেশ-বিদেশের স্বনামধন্য ভূগোলবিদগণ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

লিখিত বক্তব্যে মনোয়ার হোসেন জানান, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগ্রহীদের আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে নিবন্ধন করার সুযোগ রয়েছে। অংশগ্রহণকরীরা নিবন্ধন করতে চাইলে ০১৫৫২৪২৪৫২৩ অথবা ০১৭১১৫৮২২৩২ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

এতে আরো বলা হয়, এ অনুষ্ঠানে বিভাগের ৭৫ বছরের অর্জন, গবেষণা, শিক্ষা ও উদ্ভাবনের সাফল্য তুলে ধরতে মোট ১২টি সাব-কমিটি নিরলসভাবে কাজ করে চলেছে। এছাড়া, অনুষ্ঠানে বিভিন্ন চমকপ্রদ ইভেন্ট ও পর্যালোচনা পর্ব থাকবে, যেখানে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে এর গৌরবময় ইতিহাসকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের পথচলাকে আরও সমৃদ্ধ করবে।

আওয়ামীপন্থী শিক্ষকদের ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির এক সদস্য বলেন, আমাদের প্রোগ্রামে কোনো বিতর্কিত লোক থাকবে না। আমরা এদিকটা সর্বোচ্চ নজর দিব। তবে আমরা কাউকে অসম্মানও করব না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আছেন তারা নিজেরাই নিজেদের গন্তব্য ঠিক করে নিবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram