ঢাকা
৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ১২:০৮
logo
প্রকাশিত : জানুয়ারি ২৭, ২০২৫

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী সম্পাদিত ছোটোকাগজ 'বাঁশতলা' আসছে বইমেলায়

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রচ্ছদে মোড়ানো বর্ধিত কলেবরে আসছে মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী সম্পাদিত শিল্প সাহিত্যের ছোটোকাগজ বাঁশতলা। এবারের বইমেলায় দেশের প্রথিতযশা লেখকদের গদ্য পদ্যের বিশেষ সংখ্যাটি পাওয়া যাবে নাগরী স্টলে। কাগজটির সম্পাদক লেখক, গবেষক ও সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী। সুনামগঞ্জের ইতিহাস-ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লামাসানিয়া গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। বাবা আব্দুল হান্নান, মা রোকেয়া খাতুন। ২০০৭ সালে ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধীনে স্নাতক এবং ২০১৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সিলেট ল' কলেজ থেকে আইন বিষয়ে (এলএলবি) ডিগ্রি অর্জন করেন পরে লিডিং ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর গ্র্যাজুয়েশন এমএ (ইসলামিক স্ট্যাডিজ) ডিগ্রী অর্জন করেন।

কৈশোর থেকে তাঁর টান ছিল সাহিত্য সাংবাদিকতার প্রতি। লেখালেখির নেশা ছিল প্রবল। সেই থেকে সাংবাদিকতার পেশায় জড়িয়ে পড়া। ছাত্র থাকাকালে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় ফ্রিল্যান্স সাংবাদিকতার পাশাপাশি একটি মাসিক পত্রিকার বিভাগীয় সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সে থেকেই লেখনির জগতে তাঁর পদচারণা। ২০০০ সালে সাপ্তাহিক সীমান্ত কণ্ঠ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি একই সময়ে তিনি মফস্বল সাংবাদিকতায় মনোনিবেশ করেন। গ্রামীণ সাংবাদিকতয় সাহস আর পেশাদারিত্ব বজায় রেখে সুনাম কুড়িয়ে আসছেন দুই যুগ ধরে। তিনি একাধারে দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি ও হাওর বাঁচাও আন্দোলনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী সমকালীন প্রসঙ্গে বিভিন্ন দৈনিক পত্রিকায় কলাম, প্রবন্ধ ও নিবন্ধ লিখে থাকেন। তাঁর প্রকাশিত গ্রন্থ ৫টি। সম্পাদনা করেন জনপ্রিয় লিটলম্যাগ 'বাঁশতলা'। সাংবাদিকতা ও লেখালেখি ঘিরেই যাপনকাল। তাঁর প্রকাশিত গ্রন্থ সমূহ: একাত্তরের যুদ্ধবীর (প্রবন্ধ), প্রেরণার বাতিঘর (আবদুল মজিদ মাস্টার স্মারকগ্রন্থ), মুক্তিযুদ্ধে জননেতা আবদুল হক(প্রবন্ধ), ১৯৭১: যুদ্ধজয়ীদের কথা (প্রবন্ধ), কুড়ানো সুখ (কবিতা), স্বপ্ন শতদল (যৌথ কাব্যগ্রন্থ) ইত্যাদি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram