ঢাকা
১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৮:৩৬
logo
প্রকাশিত : জানুয়ারি ৮, ২০২৫

ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে নতুন ভবনের দাবিতে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে নতুন ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন এবং উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে হলটির শিক্ষার্থীরা। একই সাথে মানববন্ধনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে হলটিতে নতুন শিক্ষার্থীদের অ্যালোটমেন্ট নিশ্চিতের দাবি জানানো হয়।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের অবর্তমানে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশার নিকট স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন হল সলিমুল্লাহ মুসলিম হল। ঐতিহ্যবাহী এই হলটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের বসবাস ও শিক্ষা কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার দীর্ঘ চারবছর ধরে ষড়যন্ত্র মূলকভাবে সলিমুল্লাহ মুসলিম হলে নতুন শিক্ষর্থী বরাদ্দ বন্ধ রেখেছে। সলিমুল্লাহ মুসলিম হল বন্ধ হওয়া বাংলাদেশের ইতিহাসের একটা অংশকে অস্বীকার করা বলে আমরা মনে করি। বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নবাব স্যার সলিমুল্লাহর ইতিহাসের স্বাক্ষী এই হল। বাংলার মুসলমানদের শিক্ষা ও স্বাধীনতার প্রতীক হিসেবে এই সলিমুল্লাহ মুসলিম হল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দাড়িয়ে আছে, তাই এই হলকে রক্ষা করা আমাদের কর্তব্য।

আরও উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে নতুন নতুন ভবন নির্মাণ হচ্ছে, সেখানে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও সলিমুল্লাহ মুসলিম হলে নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রশাসনের কোন ধরনের উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন এই হল বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী হওয়ায়, এই হল তার চাঞ্চল্য হারালে ইতিহাস বিলুপ্তির আশংকা রয়েছে যা পরবর্তী প্রজন্মের জন্য হুমকিস্বরূপ। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ষড়যন্ত্রকারী স্বৈরাচারী হাসিনার পতনের পরে আমাদের রক্তের উপরে গড়ে ওঠা বর্তমান প্রশাসনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহ্যবাহী হলকে রক্ষায় কোন রকমের পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। পদক্ষেপ না নেওয়া কে আমরা মনে করি যে আমাদের সলিমুল্লাহ মুসলিম হল নিয়ে ষড়যন্ত্র এখনো বিদ্যমান।

এরপর সলিমুল্লাহ মুসলিম হল রক্ষায় তারা ৩ দফা দাবির কথা স্মারকলিপিতে উল্লেখ করা হয়। দাবিগুলো হলো:

১. এক সপ্তাহের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকেই সলিমুল্লাহ মুসলিম হলে নতুন ছাত্রদের এলোটমেন্ট চালু করার অফিসিয়াল ঘোষণা দেওয়া।

২. পর্যাপ্ত আবাসন এবং নিরাপত্তা নিশ্চিত করতে আগামী এক সপ্তাহের মধ্যে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া।

৩. বর্তমান ভবনকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে শিক্ষার্থীদের বসবাস উপযোগী করা।

মানববন্ধনে সলিমুল্লা মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী সাদমান আব্দুল্লাহ বলেন, ভারতীয় আগ্রাসন বিরোধী একমাত্র স্মৃতি স্থাপনা হলো সলিমুল্লাহ মুসলিম হল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নবাব স্যার সলিমুল্লাহর নাম মুছে দেওয়ার জন্য একমাত্র স্বরযন্ত্র হলো এই হল বন্ধ করা। এই হল মুছে দিলে নবাব স্যার সলিমুল্লাহর কৃতিত্ব মুছে ফেলা যাবে। এইজন্য ফ্যাসিস্ট হাসিনা সরকার এই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিল।আমরা তখন এটার প্রতিবাদ করেছিলাম।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রাচীনতম এই হল রক্ষা করতে হলে পরবর্তী শিক্ষাবর্ষ থেকেই নতুন শিক্ষার্থী অ্যালটমেন্ট নিশ্চিত করতে হবে। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহৎ এই হলের নতুন বিল্ডিং নির্মাণ কাজ শুরু করতে হবে এবং পুরোনো ভবনের সংস্কার করতে হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram