ইবি প্রতিনিধি: গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শনিবার (০৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি করা হয়।
এসময় দাবি আদায়ে শিক্ষার্থীরা প্রায় দেড় ঘন্টা প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে রেখে বিক্ষেভ করেন৷ ফলে ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ট্রেজারারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এসময় শিক্ষার্থীদের ‘দফা এক দাবি এক, ইবি গুচ্ছের বাইরে যাক', ‘ইবির স্বকীয়তা, বজায় রাখো রাখতে হবে', 'গুচ্ছের ভোগান্তি, আর না আর না’, ‘গুচ্ছের বিড়ম্বনা আর না আর না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
পরে প্রশাসনের পক্ষ থেকে আগামীকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনার আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।
বিক্ষোভে গুচ্ছ পদ্ধতির ভর্তিতে নানা ভোগান্তি ও বিড়ম্বনার কথা তুলে ধরেন স্বতন্ত্র পদ্ধতিতে ফিরে আসার জোরালো দাবি করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একাংশকে নিয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু করা হয়। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এই পদ্ধতি শুরু হলেও তা বাস্তবে প্রতিফলিত হয়নি। ভোগান্তি দূর না হয়ে বরং শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা খালি রেখেই ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে। ভর্তি প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগছে। ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছে। স্বকীয়তা ফিরিয়ে আনতে অনতিবিলম্বে ইবিতেও স্বতন্ত্র পদ্ধতির ভর্তি পরীক্ষা চালুর দাবি জানিয়েছেন তারা।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী জানান, উপাচার্য এখন ক্যাম্পাসে নেই। উপাচার্য আসার পর আগামীকাল (রবিবার) বিকেল ৩টায় ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বসবেন। সেখানেই গুচ্ছে থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।