ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা মহানগরী সমিতি (ঢাকা সমিতি)এর উদ্যোগে এসএসসি, এইচএসসি, ও লেভেল,এ লেভেল পরীক্ষা,২০২৪ কৃতকার্য কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান করেছে।
অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ কাইয়ুম,প্রকৌশল অনুষদ,এআইইউবি,সাবেক চেয়ারম্যান,বাংলাদেশ পরমানু শক্তি কমিশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আজিম বখ্শ,চেয়ারম্যান, ঢাকা কেন্দ্র ও মাওলা বখ্শ সরদার মেমোরিয়াল ট্রাস্ট।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা সমিতির সভাপতি মোঃ ইসমাইল নওয়াব। বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুস সালাম, উপদেস্টা,ঢাকা সমিতি, ভারপাপ্ত মহাসচিব মোঃ ইমরান, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আবু নাসের বকুল। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন আবু হুরাইরা।
উপস্হিত ছিলেন আলহাজ্ব আলাউদ্দিন মালিক,হাজী দীন মোহাম্মদ, সরদার ফুয়াদ, হাফেজ হারুন, মোঃ বাপ্পী, মাহমুদ মুসলিম প্রমুখ।
অনু্ষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।এছাড়া আরো কিছু উপহার দেয়া হয়।শিক্ষার্থী ও অভি়ভাবকরা ঢাকা সমিতির কৃতজ্ঞতা জানিয়েছেন এবং প্রতি বছর এ এধরনের অনুষ্ঠান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।