তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় গোপন তথ্যের ভিত্তিতে ৪০টি ভারতীয় গরুসহ চার জনকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার কায়েতকান্দা গুদারা ঘাট সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের নেতৃত্বে মধ্যনগর থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে চামারদানি ইউনিয়নের কায়েতকান্দা পশ্চিমপাড়া মেশিন বাড়ী সংলগ্ন সুমেশ্বরী নদীর ঘাট থেকে আমানিপুর গ্রামের মৃত: আব্দুল হাসেম এর ছেলে মোঃ মহর আলী (৪৮), তেলিগাও গ্রামের আসন্তর আলীর ছেলে মোঃ আয়নাল হক (৪০), আব্দুল্লাহর ছেলে দুদু মিয়া (৩৪) ও জগন্নাথপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে মোঃ আবুল কালাম (৫৮) কে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সীমান্তের চোরাই পথে আনা ৪০টি ভারতীয় গরুসহ আটক করে। আটককৃত গরু গুলো মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সজিব মিয়া এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত সহ পলাতক অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে মধ্যনগর থানার মামলা নং-৯, তাং-২৭/০১/ ২০২৫খ্রি ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১(বি)দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলা সীমান্ত দিয়ে এলাকার চিহ্নিত চোরাকারবারি ও তাদের গড ফাদাররা দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাই পথে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশ নিয়ে আসে। পরে বংশিকুন্ডাসহ আশ পাশের গরুর হাট থেকে কাগজ তৈরি করে বৈধ বানিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেয়। ভারত থেকে আনা ঐসব গরুসহ ভারতীয় মাদকসহ বিভিন্ন আনে। এর থেকে সীমান্তের সোর্স পরিচয়ধারীরা পুলিশ, বিজিবি সাংবাদিকের নামে চাঁদা উত্তোলন করে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।