

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দীর্ঘদিনের অবহেলায় ক্ষতিগ্রস্ত ব্রীজ ও সড়ক সংস্কারে স্বেচ্ছাশ্রমে মেরামত কাজ শুরু করেছে স্থানীয় বিএনপি। বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বুধবার সকালে সোনাইমুড়ী উপজেলার বিজয়নগর ও কাঠালী সড়কের গুরুত্বপূর্ণ একটি ব্রীজসহ প্রায় দুই কিলোমিটার সড়কের মেরামত কাজের উদ্বোধন করা হয়।
এ কর্মসূচির অর্থায়ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ডি এম সাইফুল ইসলাম কিরন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোনাইমুড়ী পৌরসভার বিএনপির সাবেক কাউন্সিলর ডা. জালাল আহমদ।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়ক ও ব্রীজটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছিল। বর্ষা মৌসুমে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যেত এবং শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামত কাজে এগিয়ে আসেন।
মেরামত কাজ চলাকালে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মেশারেফ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, জনগণের দুঃখ-কষ্ট লাঘব করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় উন্নয়ন না হলেও বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

