

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত দেয়াল পত্রিকা লিখন ইভেন্টে জাতীয় পর্যায়ে দেশসেরা নির্বাচিত হয়েছে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের কৃতী শিক্ষার্থী মোয়াজ্জমা লাবিবা হামিদ। এর আগে সে বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড (রাষ্ট্রপতি পদক) অর্জন করে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে সোমবার (১৯ জানুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বড়লেখার কৃতী শিক্ষার্থী মোয়াজ্জমা লাবিবা হামিদ। সিলেট বিভাগের পক্ষে অংশগ্রহণ করে দেশের আটটি বিভাগের প্রতিযোগীদের পেছনে ফেলে কৃতিত্বের সঙ্গে দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে সে প্রথম স্থান অর্জন করেছে। লাবিবার দেয়াল পত্রিকার বিষয় ছিল প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যে সিলেট।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সরকারের শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার এর কাছ থেকে সে দেশ সেরা প্রতিযোগীর পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেছে।
ইতিপূর্বে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে দেশব্যাপী আয়োজিত ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ থেকে অংশ নিয়ে মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদের টিম জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞানের শিক্ষার্থী এবং মোহাম্মদ আব্দুল হামিদ ও স্কুল শিক্ষিকা মমতা মান্নানের একমাত্র মেয়ে লাবিবার সাফল্যে তার মা-বাবা, শিক্ষকবৃন্দ এবং সহপাঠীরা উচ্ছ্বসিত। লাবিবা পড়াশুনা শেষে ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়। এজন্য সে সবার দোয়া চেয়েছে।

