

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চারটি সংসদীয় আসনে ২৩ জন প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। জেলার বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৩ তিনটি আসন থেকে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির দলীয় সাবেক এমপি এম,এ,এইচ সেলিম পেয়েছেন ঘোড়া প্রতীক। বাগেরহাট-১ আসনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রকৌশলী মো. শেখ মাসুদ রানা ফুটবল প্রতীক ও বাগেরহাট-৪ আসনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন পেয়েছেন হরিণ প্রতীক। বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়।
বাগেরহাট-১ আসনে বিএনপির বিদ্রোহী দুই স্বতন্ত্র প্রার্থী ছাড়াও বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল, জামায়াতের মাওলানা মশিউর রহমান খান, বাংলাদেশ মুসলিম লীগের আবু সবুর শেখ, এবি পার্টির মোহাম্মদ আমিনুল ইসলাম, জাতীয় পার্টি-জেপি‘র স, ম, গোলাম সরোয়ার, মুসলিম লীগের এমডি শামসুল হকের মাঝে তাদের দলীয় প্রতীক বরাদ্দ করা হয়েছে।
বাগেরহাট-২ আসনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি দলীয় সাবেক এমপি এম,এ,এইচ সেলিম পেয়েছেন ঘোড়া প্রতীক। এ আসনে বিএনপির ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, জামায়াতের শেখ মনজুরুল হক রাহাদ ও ইসলামী আন্দোলনের এ্যাড. আতিয়ার রহমানের মাঝে তাদের দলীয় প্রতীক বরাদ্দ করা হয়েছে।
বাগেরহাট-৩ আসনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি দলীয় সাবেক এমপি এম,এ,এইচ সেলিম পেয়েছেন ঘোড়া প্রতীক। এ আসনে বিএনপির ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়াতের এ্য্যড. আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলনের জিল্লুর রহমান, জাসাদের মো. হাবিবুর রহমান মাস্টারের মাঝে তাদের দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বাগেরহাট-৪ আসনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন পেয়েছেন হরিণ প্রতীক। এছাড়া এই আসনে বিএনপির সোমনাথ দে, জামায়াতের অধ্যক্ষ আব্দুল আলিম, ইসলামী আন্দোলনে ওমর ফারুক, জাতীয় জাসদের মো. আ. লতিফ খান, জাতীয় পার্টি-জেপি‘র সাজন কুমার মিস্ত্রির মাঝে তাদের দলীয় প্রতীক বরাদ্দ করা হয়েছে।

