

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় নাইম হোসেন নামের এক মটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বুধবার সকাল ১০ টার দিকে নাগেশ্বরীর গোপালপুরে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত নাইম ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে। আহত আজিজুল নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা এলাকার আলতাফ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নাইম ও আজিজুল দুজনে মটরসাইকেল যোগে নাখারগঞ্জ থেকে নাগেশ্বরী যাচ্ছিলেন। যাওয়ার পথে সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর ডাঙ্গিরপাড় ব্রিজের নিকট মটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ইউকেলিপ্টাস গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নাইমের মৃত্যু হয়। আজিজুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে রংপুর মেডিকেলে রেফার্ড করা হয়।
নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানায়, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়। অভিযোগ না থাকায় নিহতের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

